ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

শাবির ছাত্র উপদেষ্টা হলেন ড. রাশেদ তালুকদার

  • পোস্ট হয়েছে : ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
  • 45

বিজনেস আওয়ার প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

রোববার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, শাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় তাকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার। এছাড়াও তিনি হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিজনেস আওয়ার/৮ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শাবির ছাত্র উপদেষ্টা হলেন ড. রাশেদ তালুকদার

পোস্ট হয়েছে : ১২:৩৯ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) নতুন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার।

রোববার (৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, শাবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ পদে নিয়োগ পাওয়ায় তাকে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো। একইসঙ্গে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। দায়িত্ব পালনের জন্য তিনি বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

এ আদেশ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলে।

উল্লেখ্য, এর আগে ২০১৫ থেকে ২০২১ সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালকের দায়িত্ব পালন করেন প্রফেসর ড. মো. রাশেদ তালুকদার। এছাড়াও তিনি হল প্রভোস্ট, প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, ডিনসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিজনেস আওয়ার/৮ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: