শেয়ারবাজারে তালিকাভুক্ত ২৮ ব্যাংক থেকে শেয়ারহোল্ডারদের ২ হাজার ৭০০ কোটি টাকার বেশি নগদ লভ্যাংশ দেওয়া হবে। এরইমধ্যে ব্যাংকগুলোর পর্ষদ সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে। যা ব্যাংকগুলোর বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন শেষে বিতরন করা হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক শাকিল রিজভী বিজনেস আওয়ারকে বলেন, চলমান সংকটের সময় ব্যাংকের এই নগদ লভ্যাংশ খুবই ইতিবাচক খবর। এটার দরকার ছিল।
দেখা গেছে, শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৫টি ব্যাংকের মধ্যে ২৮টির পর্ষদ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই ব্যাংকগুলোর পর্ষদ মোট ২ হাজার ৭০০ কোটি ৩৮ লাখ টাকার নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
সবচেয়ে বেশি নগদ লভ্যাংশ দেবে প্রাইম ব্যাংক। ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১৭.৫০ শতাংশ হারে ১৯৮ কোটি ১৫ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে। দ্বিতীয় সর্বোচ্চ ১৭৪ কোটি ৮৯ লাখ টাকার নগদ লভ্যাংশ দেবে ব্যাংক এশিয়া। আর ইসলামী ব্যাংক দেবে তৃতীয় সর্বোচ্চ ১৬১ কোটি টাকার নগদ লভ্যাংশ।
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি ছায়েদুর রহমান বিজনেস আওয়ারকে বলেন, কিছু কিছু ব্যাংক প্রত্যাশার থেকে বেশি নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। যা শেয়ারবাজারের জন্য সুখবর। ব্যাংকগুলোর এবারের নগদ লভ্যাংশে বাজারে গতি বৃদ্ধি করবে যোগ করেন তিনি।
নিম্নে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ২০২২ সালের ব্যবসায় ঘোষিত নগদ লভ্যাংশের পরিমাণ তুলে ধরা হল-
ব্যাংকের নাম | নগদ লভ্যাংশের হার | নগদ লভ্যাংশের পরিমাণ (কোটি টাকায়) |
প্রাইম ব্যাংক | ১৭.৫০% নগদ | ১৯৮.১৫ |
ব্যাংক এশিয়া | ১৫% নগদ | ১৭৪.৮৯ |
ইসলামী ব্যাংক | ১০% নগদ | ১৬১.০০ |
এক্সিম ব্যাংক | ১০% নগদ | ১৪৪.৭৬ |
প্রিমিয়ার ব্যাংক | ১২.৫% নগদ | ১৪৩.৪২ |
ইস্টার্ন ব্যাংক | ১২.৫% নগদ | ১৩৪.১৪ |
যমুনা ব্যাংক | ১৭.৫% নগদ | ১৩১.১১ |
শাহজালাল ইসলামী ব্যাংক | ১২% নগদ | ১২৯.৬৭ |
পূবালি ব্যাংক | ১২.৫০% নগদ | ১২৮.৫৪ |
আল-আরাফাহ ইসলামী ব্যাংক | ১২% নগদ | ১২৭.৭৯ |
ডাচ-বাংলা ব্যাংক | ১৭.৫% নগদ | ১২১.৭৬ |
সিটি ব্যাংক | ১০% নগদ | ১২০.০৬ |
ব্র্যাক ব্যাংক | ৭.৫% নগদ | ১১২.২৪ |
মার্কেন্টাইল ব্যাংক | ১০% নগদ | ১০৮.৪৯ |
উত্তরা ব্যাংক | ১৪% নগদ | ৯০.১২ |
ট্রাস্ট ব্যাংক | ১০% নগদ | ৭৭.৮৪ |
সাউথইস্ট ব্যাংক | ৬% নগদ | ৭৪.১৯ |
ইউসিবি | ৫% নগদ | ৭০.৩১ |
এনআরবিসি ব্যাংক | ৭.৫% নগদ | ৫৯.৪৭ |
ঢাকা ব্যাংক | ৬% নগদ | ৫৬.৯৮ |
এনসিসি ব্যাংক | ৫% নগদ | ৫২.৮৮ |
ইউনিয়ন ব্যাংক | ৫% নগদ | ৫১.৮১ |
স্যোসাল ইসলামী ব্যাংক | ৫% নগদ | ৫১.৭১ |
গ্লোবাল ইসলামী ব্যাংক | ৫% নগদ | ৪৭.০২ |
আইএফআইসি ব্যাংক | ২.৫% নগদ | ৪৪.৬৫ |
মিডল্যান্ড ব্যাংক | ৫% নগদ | ৩১.৯৮ |
সাউথবাংলা ব্যাংক | ৩.৫০% নগদ | ২৮.৮৫ |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ২.৫% নগদ | ২৬.৫৫ |
মোট | ২৭০০.৩৮ কোটি টাকা |
এ বছর শুধুমাত্র বোনাস শেয়ার ঘোষণা করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক ও এবি ব্যাংক। আর লোকসান করা আইসিবি ইসলামিক ব্যাংক ও ন্যাশনাল ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেনি। এছাড়া মুনাফা সত্ত্বেও লভ্যাংশ ঘোষণা করেনি রূপালি ব্যাংক।
বিজনেস আওয়ার/০৯ মে, ২০২৩/আরএ