আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে তাকে গ্রেফতার করেছে দেশটির আধা-সামরিক বাহিনী পাক রেঞ্জার্স।
দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতার করেছে রেঞ্জার্স।
ইসলামাবাদ আইপিজি ড. আকবর নাসির খান গ্রেফতার নিশ্চিত করে বলেন, তার বিরুদ্ধে দায়ের করা কয়েকটি মামলায় হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন। সে সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলো তাকে একটি কালো ভিগোতে করে নিয়ে যায়।
আল কাদির মামলায় ইমরান খানকে গ্রেফতার করা হয়েছৈ। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
বিজনেস আওয়ার/৯ মে, ২০২৩/এএইচএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: