ঢাকা , সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্রিপেইড মিটারসহ বিভিন্ন খাতে ৩৬ কোটি টাকা লুটপাট

  • পোস্ট হয়েছে : ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
  • 46

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত করার প্রক্রিয়ায় প্রিপেইড মিটার উৎপাদন, বাজারজাত করণ ও প্রশিক্ষণ সহ বিভিন্ন খাতে প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা লুটপাট হয়েছে। এসব বিষয়ে সুনিদ্দিষ্ট তথ্য পাওয়ায় বাংলাদেশ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) লিমিটেডের সাবেক এমডিসহ তিন জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । শিগগিরই খুলনা সমন্বিত জেলা কায্যালয় থেকে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হবে।

অনুমোদিত ওই মামলার আসামিরা হলেন- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন, বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানির (বিএসইসিও) সাবেক পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব এবং বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মি. ইয়ে ওয়েনজুন। আসামিরা পরস্পর যোগসাজশে প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস খাতের ৫ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা, তিন বছরের ওয়ারেস্টি মিটারের জন্য বরাদ্দকৃত ৭ কোটি ২১ লাখ ৩২ হাজার ২৩৮ টাকাসহ বিভিন্ন খাতের ৩৬ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার ৮৭৯ টাকা আত্মসাত করেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর বিরুদ্ধে কেনাকাটা ও প্রশিক্ষন খাতের অর্থ আত্মসাত হয়েছে এমন অভিযোগে অনুসন্ধান শুরু করা হয়। আমরা বিদ্যুৎ খাতের দুর্নীতি গুরুত্ব সহকারে বিবেচনা করেছি। অনুসন্ধান শেষে কমিশন মামলা দায়ের করার জন্য অনুমোদন দিয়েছে।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত করার জন্য দেশীয় ব্যবস্থাপনায় প্রিপেইড মিটার উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সরকারি মালিকানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও চীনের হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির যৌথ উদ্যোগে জয়েন্ট ভেঞ্চার কোম্পানী হিসেবে খুলনায় “বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানি (বিএসইসিও) প্রতিষ্ঠা করা হয়। যার উদ্দেশ্য ছিল বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোজন, উৎপাদন ও বাজারজাতকরণ করা। প্রি-পেইড মিটার উৎপাদন ও বাজারজাত করণ প্রক্রিয়ায় প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট হয়।

বিজনেস আওয়ার/৯ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্রিপেইড মিটারসহ বিভিন্ন খাতে ৩৬ কোটি টাকা লুটপাট

পোস্ট হয়েছে : ১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত করার প্রক্রিয়ায় প্রিপেইড মিটার উৎপাদন, বাজারজাত করণ ও প্রশিক্ষণ সহ বিভিন্ন খাতে প্রায় সাড়ে ৩৬ কোটি টাকা লুটপাট হয়েছে। এসব বিষয়ে সুনিদ্দিষ্ট তথ্য পাওয়ায় বাংলাদেশ ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) লিমিটেডের সাবেক এমডিসহ তিন জনের বিরুদ্ধে মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) । শিগগিরই খুলনা সমন্বিত জেলা কায্যালয় থেকে এই বিষয়ে একটি মামলা দায়ের করা হবে।

অনুমোদিত ওই মামলার আসামিরা হলেন- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানী (ওজোপাডিকো) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. শফিক উদ্দিন, বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানির (বিএসইসিও) সাবেক পরিচালক (অর্থ) আব্দুল মোতালেব এবং বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানির সাবেক উপ-ব্যবস্থাপনা পরিচালক মি. ইয়ে ওয়েনজুন। আসামিরা পরস্পর যোগসাজশে প্রজেক্ট ম্যানেজমেন্ট এন্ড টেকনিক্যাল সাপোর্ট সার্ভিস খাতের ৫ কোটি ৫২ লাখ ১৭ হাজার ৫০০ টাকা, তিন বছরের ওয়ারেস্টি মিটারের জন্য বরাদ্দকৃত ৭ কোটি ২১ লাখ ৩২ হাজার ২৩৮ টাকাসহ বিভিন্ন খাতের ৩৬ কোটি ৩৭ লাখ ৫৬ হাজার ৮৭৯ টাকা আত্মসাত করেছে।

মামলার বিষয়টি নিশ্চিত করে গতকাল মঙ্গলবার দুদক কমিশনার (অনুসন্ধান) মো. মোজাম্মেল হক খান বলেন, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর বিরুদ্ধে কেনাকাটা ও প্রশিক্ষন খাতের অর্থ আত্মসাত হয়েছে এমন অভিযোগে অনুসন্ধান শুরু করা হয়। আমরা বিদ্যুৎ খাতের দুর্নীতি গুরুত্ব সহকারে বিবেচনা করেছি। অনুসন্ধান শেষে কমিশন মামলা দায়ের করার জন্য অনুমোদন দিয়েছে।

অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থাপনা উন্নত করার জন্য দেশীয় ব্যবস্থাপনায় প্রিপেইড মিটার উৎপাদনের লক্ষ্য নিয়ে ২০১৮ সালের ১৮ ডিসেম্বর সরকারি মালিকানাধীন ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ও চীনের হেক্সিং ইলেকট্রিক্যাল কোম্পানির যৌথ উদ্যোগে জয়েন্ট ভেঞ্চার কোম্পানী হিসেবে খুলনায় “বাংলাদেশ স্মার্ট ইলেক্ট্রিক্যাল কোম্পানি (বিএসইসিও) প্রতিষ্ঠা করা হয়। যার উদ্দেশ্য ছিল বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোজন, উৎপাদন ও বাজারজাতকরণ করা। প্রি-পেইড মিটার উৎপাদন ও বাজারজাত করণ প্রক্রিয়ায় প্রশিক্ষণসহ বিভিন্ন খাতে বরাদ্দকৃত টাকা লুটপাট হয়।

বিজনেস আওয়ার/৯ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: