বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার প্রধান সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান কমেছে। লেনদেন বেড়ে সাতশ কোটি টাকার ঘরে চলে এসেছে। অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস থেকে এদিন লেনদেন পরিমান বেড়েছে। তবে দুই স্টকে কোম্পানিগুলোর শেয়ার দর পতনের তুলনায় উত্থান বেশি হয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বুধবার ডিএসইতে ৭২১ কোটি ৭৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৩১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২৭৯ দশমিক ১০ পয়েন্টে। ডিএসইএস সূচক ৩ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৩ দশমিক ৫৭ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৮ দশমিক ৪০ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৪টি এবং কমেছে ৫৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯৬টির।
অপরদিকে সিএসইতে বুধবার লেনদেন হয়েছে ২২ কোটি ৫০ লাখ টাকা শেয়ার। আগেরদিন মঙ্গলবার ১৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২০টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৬২টি, কমেছে ৪৪টি এবং পরিবর্তন হয়নি ১১৪টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১ দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫০৩ দশমিক শূন্য ৮ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ১ দশমিক ৯৭ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ২৬ দশমিক ৭৫ পয়েন্ট এবং সিএসআই সূচক দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৯ পয়েন্টে, ১৩ হাজার ৪৬১ দশমিক ৭২ পয়েন্টে এবং ১ হাজার ১৭১ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৮১ দশমিক ২৯ পয়েন্টে।
বিজনেস আওয়ার/১০ মে, ২০২৩/এমএজেড