ঢাকা , মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ছিনতাইয়ের অভিযোগে ঢাবির দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
  • 56

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাইক কিনতে এসে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। বুধবার সন্ধ্যা ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ দায়েরের পর ওইদিন রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে তাদের আটক করা হয়। এবং পরবর্তীতে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃত দুজন হলেন, ঢাবির পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর শুভ। তারা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আর আবদুল্লাহ আল মুনতাসীর শুভ শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সহসভাপতি। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। এ ঘটনায় মো. রাজিব নামের আরেক অভিযুক্ত পলাতক।

এ বিষয়ে ভুক্তভোগী জোবায়ের হোসেন বলেন, ‘মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পাশে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ছিনতাইয়ের কবলে পড়ি। এ সময় তারা আমার কাছে থাকা ১৫ হাজার টাকা নিয়ে যায়। টাকাটা আমি বাইক কেনার জন্য রেখেছিলাম। আমি হাতে-পায়ে ধরে অনুরোধ করলে তারা পাঁচ হাজার টাকা ফেরত দেয়। পরে আমি ৯৯৯-এ ফোন করলে শাহবাগ থানার পুলিশ কৌশলে তাদের ডেকে এনে আটক করে। এ সময় তাদের কাছে আরো পাঁচ হাজার টাকা পাওয়া যায়। আর বাকি পাঁচ হাজার টাকা হলে রেখে এসেছে বলে জবানবন্দি দেয় তারা।’

এ বিষয়ে শাহবাগ থানায় এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, ছিনতাইয়ে অভিযুক্তদের মোবাইল নম্বর সংগ্রহ করে আরো টাকা দেওয়ার লোভ দেখানো হয়। পরে জাতীয় জাদুঘরের সামনে আসতে বলা হয়। তারা এলে তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী মামলা দায়ের করলে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টে চালান দেওয়া হয়।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, প্রচলিত আইনে তারা অপরাধী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রলীগ কোনো অপরাধীকে সাহায্য করবে না। যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তারা আর কখনো ছাত্রলীগ করার সুযোগ পাবে না।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। এটা বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকার ঘটনা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।’

বিজনেস আওয়ার/১২ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ছিনতাইয়ের অভিযোগে ঢাবির দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার

পোস্ট হয়েছে : ০৯:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: বাইক কিনতে এসে সোহরাওয়ার্দী উদ্যানে ছিনতাইয়ের শিকার হয়েছেন এক যুবক। বুধবার সন্ধ্যা ৭টায় সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে। অভিযোগ দায়েরের পর ওইদিন রাত সাড়ে ৮টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে তাদের আটক করা হয়। এবং পরবর্তীতে তাদের গ্রেফতার দেখানো হয়।

গ্রেফতারকৃত দুজন হলেন, ঢাবির পপুলেশন সায়েন্স বিভাগের শিক্ষার্থী নুর উদ্দীন আহমেদ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুল্লাহ আল মুনতাসীর শুভ। তারা দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। নুর উদ্দীন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসম্পাদক আর আবদুল্লাহ আল মুনতাসীর শুভ শহীদ সার্জেন্ট জহুরুল হক ছাত্রলীগের সহসভাপতি। দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী। এ ঘটনায় মো. রাজিব নামের আরেক অভিযুক্ত পলাতক।

এ বিষয়ে ভুক্তভোগী জোবায়ের হোসেন বলেন, ‘মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানের গ্লাস টাওয়ারের পাশে সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীর ছিনতাইয়ের কবলে পড়ি। এ সময় তারা আমার কাছে থাকা ১৫ হাজার টাকা নিয়ে যায়। টাকাটা আমি বাইক কেনার জন্য রেখেছিলাম। আমি হাতে-পায়ে ধরে অনুরোধ করলে তারা পাঁচ হাজার টাকা ফেরত দেয়। পরে আমি ৯৯৯-এ ফোন করলে শাহবাগ থানার পুলিশ কৌশলে তাদের ডেকে এনে আটক করে। এ সময় তাদের কাছে আরো পাঁচ হাজার টাকা পাওয়া যায়। আর বাকি পাঁচ হাজার টাকা হলে রেখে এসেছে বলে জবানবন্দি দেয় তারা।’

এ বিষয়ে শাহবাগ থানায় এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, ছিনতাইয়ে অভিযুক্তদের মোবাইল নম্বর সংগ্রহ করে আরো টাকা দেওয়ার লোভ দেখানো হয়। পরে জাতীয় জাদুঘরের সামনে আসতে বলা হয়। তারা এলে তাদের আটক করা হয়। পরে ভুক্তভোগী মামলা দায়ের করলে গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে তাদের কোর্টে চালান দেওয়া হয়।

ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, প্রচলিত আইনে তারা অপরাধী হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। ছাত্রলীগ কোনো অপরাধীকে সাহায্য করবে না। যদি অপরাধ প্রমাণিত হয় তাহলে তারা আর কখনো ছাত্রলীগ করার সুযোগ পাবে না।

ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘বিষয়টি সম্পর্কে অবগত রয়েছি। এটা বিশ্ববিদ্যালয়ের বাইরের এলাকার ঘটনা। পুলিশ অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে।’

বিজনেস আওয়ার/১২ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: