বিজনেস আওয়ার ডেস্ক: রাজধানী ঢাকার বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের (সেমস) তত্ত্বাবধানে ১৬ ইংলিশ মিডিয়াম স্কুলের ৫৬ জন শিক্ষকদের নিয়ে আন্তর্জাতিক শিক্ষক প্রশিক্ষণ-২০২৩ শুরু হয়েছে।
শুক্রবার (১২ মে) গোল্ডেন ঈগল নার্সারি, ঢাকা অডিটোরিয়ামে দুই দিনব্যাপী এ শিক্ষক প্রশিক্ষণ-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন- এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার। এমন প্রশিক্ষণ আয়োজনের জন্য বিএএফ সেমসের উদ্যোগকে সাধুবাদ জানান তিনি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত বিএএফ সেমসের অধ্যক্ষ, ক্যামব্রিজের কান্ট্রি ম্যানেজার, ডাইরেক্টর এক্সাম ব্রিটিশ কাউন্সিলসহ উপস্থিত সকল প্রশিক্ষণার্থীদের ধন্যবাদ জানান এ বিমান কর্মকর্তা।
ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
স্বাগত বক্তব্যে কলেজের বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য সম্পর্কে সকলকে অবহিত করেন বিএএফ সেমস এর অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মইনুল হক। তিনি বলেন, বাংলাদেশের ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর উন্নতির ক্ষেত্রে বিএএফ সেমসের এ জাতীয় পদক্ষেপে অংশগ্রহণ আরো বৃদ্ধি পাবে।
এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- ক্যামব্রিজ কান্ট্রি ম্যানেজার বাংলাদেশ এবং ডাইরেক্টর এক্সাম ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ। প্রশিক্ষণ আয়োজনের জন্য বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের ভূয়সী প্রশংসা করেন তারা।
সূত্র- প্রেস বিজ্ঞপ্তি, আইএসপিআর
বিজনেস আওয়ার/১২ মে, ২০২৩/এএইচএ