ঢাকা , বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৫, ২৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

আইআইডিএফসি সিকিউরিটিজের নগদ লভ্যাংশ বাতিল

  • পোস্ট হয়েছে : ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
  • 38

বিজনেস আওয়ার প্রতিবেদক : আইআইডিএফসি সিকিউরিটিজের নগদ লভ্যাংশ প্রদানের অনুমতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার (১০ মে) বিএসইসির সহকারি পরিচালক মো. মতিউর রহমান সাক্ষরিত এক চিঠিতে ব্রোকারেজ হাউজটির প্রধান নির্বাহি কর্মকর্তাকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল আইআইডিএফসি সিকিউরিটিজ থেকে নগদ লভ্যাংশ প্রদানে অনুমতি চেয়ে বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছিল। যা বাতিল করে দেওয়া চিঠিতে বিএসইসি জানিয়েছে, ডিলার হিসাবে ও গ্রাহকের মার্জিন ঋণ হিসাবে আনরিয়েলাইজড লোকসানে থেকে প্রভিশনিংয়ের সুবিধা গ্রহন করা কোন ব্রোকারেজ হাউজ নগদ লভ্যাংশ দিতে পারবে না। যা বিএসইসির ২০১৬ সালের ২৮ ডিসেম্বর এক নির্দেশনায় বলা হয়েছে।

বিএসইসি ২০২২ সালের ২৮ ডিসেম্বর মার্জিন ঋণ হিসাবে আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশনিং গঠনে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে। আর চলতি বছরের ২৭ মার্চ ডিলার হিসাবে এই সময় বাড়ানো হয়েছে ২০২৫ সাল পর্যন্ত।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

আইআইডিএফসি সিকিউরিটিজের নগদ লভ্যাংশ বাতিল

পোস্ট হয়েছে : ১১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : আইআইডিএফসি সিকিউরিটিজের নগদ লভ্যাংশ প্রদানের অনুমতি দেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গত বুধবার (১০ মে) বিএসইসির সহকারি পরিচালক মো. মতিউর রহমান সাক্ষরিত এক চিঠিতে ব্রোকারেজ হাউজটির প্রধান নির্বাহি কর্মকর্তাকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।

এর আগে গত ২৬ এপ্রিল আইআইডিএফসি সিকিউরিটিজ থেকে নগদ লভ্যাংশ প্রদানে অনুমতি চেয়ে বিএসইসিকে চিঠি দেওয়া হয়েছিল। যা বাতিল করে দেওয়া চিঠিতে বিএসইসি জানিয়েছে, ডিলার হিসাবে ও গ্রাহকের মার্জিন ঋণ হিসাবে আনরিয়েলাইজড লোকসানে থেকে প্রভিশনিংয়ের সুবিধা গ্রহন করা কোন ব্রোকারেজ হাউজ নগদ লভ্যাংশ দিতে পারবে না। যা বিএসইসির ২০১৬ সালের ২৮ ডিসেম্বর এক নির্দেশনায় বলা হয়েছে।

বিএসইসি ২০২২ সালের ২৮ ডিসেম্বর মার্জিন ঋণ হিসাবে আনরিয়েলাইজড লোকসানের বিপরীতে প্রভিশনিং গঠনে ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বাড়িয়েছে। আর চলতি বছরের ২৭ মার্চ ডিলার হিসাবে এই সময় বাড়ানো হয়েছে ২০২৫ সাল পর্যন্ত।

বিজনেস আওয়ার/১৩ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: