বিজনেস আওয়ার প্রতিবেদক : ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড নামের দুইশত কোটি টাকার মিউচুয়াল ফান্ড শেয়ারবাজারে আনতে যাচ্ছে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। ফান্ডটির উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক। ফান্ডের ট্রাস্টির দায়িত্ব পালন করবে ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেড (আইসিবি)।
রবিবার রাজধানীর মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে ফান্ডের উদ্যোক্তা গ্রামীণ ব্যাংক এবং ফান্ডের ট্রাস্টি (আইসিবির মধ্যে একটি চুক্তি সাক্ষর অনুষ্ঠিত হয়েছে। একইদিনে ফান্ডের স্পন্সর গ্রামীণ ব্যাংকের সঙ্গে সম্পদ ব্যবস্থাপক হিসেবে ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড একটি চুক্তি সাক্ষর করেছে। গ্রামীণ ব্যাংকের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোসলেহ উদ্দীন। আইসিবির পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন। ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্টের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মো. মাহফুজুর রহমান।
চুক্তি সম্পাদন ও চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান হাসান রহমান ও চিফ অপারেটিং অফিসার সুমিত পাল, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর একেএম সাইফুল মজিদ, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) প্রদীপ কুমার সাহা, আইসিবির উপব্যবস্থাপনা পরিচালক আবু তাহের মোহাম্মদ আহমেদুর রহমান এবং উপমহাব্যবস্থাপক মো. শরিকুল আনামসহ তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা । ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড হবে ক্যাপিটেক অ্যাসেট পরিচালিত চতুর্থ মিউচুয়াল ফান্ড। প্রতিষ্ঠানটি সফলভাবে তিনটি বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড পরিচালনা করছে। তালিকাভুক্ত হলে আকারের দিক থেকে ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড হবে দ্বিতীয় বৃহত্তম।
বিজনেস আওয়ার/১৪ মে, ২০২৩/এমএজেড