বিজনেস আওয়ার প্রতিবেদক : সোমবার (১৫ মে) দেশের মূল বাজারে পতন হলেও এসএমই মার্কেটের বড় উত্থান হয়েছে। এদিন এসএমই মার্কেটের সব শেয়ারের দর বেড়েছে। এছাড়া লেনদেনও বেড়েছে কয়েকগুণ।
এসএমই বাজারে বিনিয়োগকারীদের অংশগ্রহন বাড়াতে গত ৪ এপ্রিল এই বাজারে লেনদেনে যোগ্য হতে কোয়ালিফাইড ইনভেস্টরদের শেয়ারবাজারে বিনিয়োগের সর্বনিম্ন সীমা আবারও ২০ লাখ টাকায় নামিয়ে আনা হয়েছে। এতে করে জুন কোয়ার্টার শেষে এই বাজারে বিনিয়োগের জন্য কোয়ালিফাইড ইনভেস্টরের সংখ্যা বাড়বে। যাতে করে স্বাভাবিকভাবেই এসএমইর শেয়ারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
দেখা গেছে, সোমবার এসএমই বাজারে মূল্যসূচক বেড়েছে ৪১ পয়েন্ট। তবে আগের দিন কমেছিল ১৪ পয়েন্ট। আর আগের দিনের ১ কোটি ৩৫ লাখ টাকার লেনদেন সোমবার বেড়ে হয়েছে ৩ কোটি ৯৪ লাখ টাকা।
এই বড় উত্থানের পেছনে একমাত্র কারন হিসাবে রয়েছে এসএমই মার্কেটে লেনদেন হওয়া সবগুলো শেয়ারের দর বৃদ্ধি। এদিন আছিয়া সী ফুডসের সর্বোচ্চ ৯% দর বেড়েছে। এছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ওয়ান্ডারল্যান্ড টয়েজের ৬.৮৯% দর বেড়েছে। আর ৬.৮৭% তৃতীয় অবস্থানে রয়েছে মোস্তফা মেটাল।
মূল মার্কেটের ন্যায় এসএমইর কোম্পানিগুলোর ক্ষেত্রেও লভ্যাংশ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। এমনকি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদনের সময় অন্যসব কোম্পানির ন্যায় এই খাতের কোম্পানিগুলোরও ৩ বছর সমপরিমাণ লভ্যাংশ দেওয়ার শর্ত দেওয়া হয়। যা পরিপালনের পরেও এসএমইর শেয়ার তুলনামূলক কম দরে অবস্থান করছে।
বিজনেস আওয়ার/১৫ মে, ২০২৩/আরএ