বিজনেস আওয়ার প্রতিবেদক : আমার বাবা কথাশিল্পী শওকত ওসমান ছিলেন সততার উজ্জ্বল দৃষ্টান্ত মন্তব্য করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন, মানবপ্রেমিক হিসাবে তিনি ( শওকত ওসমান) আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমাদের নিজেদের প্রয়োজনেই এই মহান মানুষকে আমাদের স্মরণ করা প্রয়োজন।
গতকাল রবিবার বিকেলে রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে শওকত ওসমানের ২৫তম মৃত্যুবার্ষিকীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দৈনিক কালবেলার প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ড. দিপু সিদ্দিকী। অনুষ্ঠান উপস্থাপনা করেন ব্যাংক কর্মকর্তা মেরিন নাজনীন। স্মরণসভার আয়োজন করেন কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ।
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে কথাশিল্পী শওকত ওসমান দেশান্তরী হয়েছেন জানিয়ে স্মরণসভায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, শওকত ওসমানকে বলা হয় জাতির কথাশিল্পী। তার লেখনীতে ফুটে ওঠেছে প্রতিবাদের ভাষ্য, আধুনিকতা ও সমাজ বাস্তবতা। সমাজের সব জঞ্জাল, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যে কয়জন মানুষ চরম প্রতিবাদ করেছেন তিনি ছিলেন তাদের মধ্যে অন্যতম। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি দেশান্তরী হয়েছেন।
বিজনেস আওয়ার/১৫ মে, ২০২৩/এমএজেড