বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ঘোষিত স্টক ডিভিডেন্ড প্রদানে অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। এর ফলে ডিভিডেন্ড দিতে কোন প্রকার বাধা রইল না।
আইন মতে, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড ইস্যু করতে পারবে না।
বিজনেস আওয়ার/১৭ মে, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: