ঢাকা , বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

মেয়র আরিফের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের প্রত্যাহার

  • পোস্ট হয়েছে : ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
  • 64

বিজনেস আওয়ার প্রতিবেদক: কোনো ধরনের নোটিশ ছাড়াই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) রাত ১০টার পর মেয়রের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

মেয়র আরিফুল হকের অভিযোগ, মাসিক নির্দিষ্ট একটি ফি প্রদানের শর্তে প্রায় পাঁচ বছর আগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ২৩ জন আনসার সদস্যকে নিয়োগ দেয় সিটি করপোরেশন। এর মধ্যে পাঁচজন আনসার সদস্য দিন ও রাতে পালাক্রমে মেয়রের ব্যক্তিগত ও তার বাসার নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

কোনো নোটিশ ছাড়াই আমার বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সিসিক নির্বাচনকে কেন্দ্র করে আমাকে হয়রানি করার জন্যই এমনটি করা হয়েছে। প্রথম দফায় নির্বাচিত হওয়ার পর সরকার আমাকে দুজন গানম্যান দিয়েছিল। পরের দফায় সেটি দেয়নি। সিসিকের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ নিয়ম মেনেই আনসার সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছিলো। হঠাৎ করে তাদের প্রত্যাহার দুরভিসন্ধিমূলক। বিষয়টি নিয়ে আজ বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরবো।

এদিকে আনসার ও ভিডিপির সিলেট জেলার কমান্ড্যান্ট আলী রেজা রাব্বি গণমাধ্যমকে বলেন, সিটি করপোরেশনের আবেদনের প্রেক্ষিতে নগর ভবনের নিরাপত্তা দিতে আনসার নিয়েছিল। কিন্তু এর মধ্যে পাঁচজন আনসার সদস্য মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা ও তার বাসভবনে দায়িত্ব পালন করছিলেন। বাসা বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আনসার সদস্য নেওয়া যায় না। নিয়মবহির্ভুতভাবে এতদিন এ দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা। আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। যোগদানের পর বিষয়টি জানতে পেরে নিয়মের মধ্যেই মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার করেছি। এখন এ সকল আনসার সদস্যরা শুধুমাত্র নগর ভবনে দায়িত্ব পালন করবেন।

বিজনেস আওয়ার/১৭ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মেয়র আরিফের নিরাপত্তায় থাকা আনসার সদস্যদের প্রত্যাহার

পোস্ট হয়েছে : ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: কোনো ধরনের নোটিশ ছাড়াই সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরীর বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ মে) রাত ১০টার পর মেয়রের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয় জেলা আনসার ও ভিডিপি কার্যালয়।

মেয়র আরিফুল হকের অভিযোগ, মাসিক নির্দিষ্ট একটি ফি প্রদানের শর্তে প্রায় পাঁচ বছর আগে জেলা আনসার ও ভিডিপি কার্যালয় থেকে ২৩ জন আনসার সদস্যকে নিয়োগ দেয় সিটি করপোরেশন। এর মধ্যে পাঁচজন আনসার সদস্য দিন ও রাতে পালাক্রমে মেয়রের ব্যক্তিগত ও তার বাসার নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

কোনো নোটিশ ছাড়াই আমার বাসা ও ব্যক্তিগত নিরাপত্তার আনসার সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। সিসিক নির্বাচনকে কেন্দ্র করে আমাকে হয়রানি করার জন্যই এমনটি করা হয়েছে। প্রথম দফায় নির্বাচিত হওয়ার পর সরকার আমাকে দুজন গানম্যান দিয়েছিল। পরের দফায় সেটি দেয়নি। সিসিকের সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ নিয়ম মেনেই আনসার সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছিলো। হঠাৎ করে তাদের প্রত্যাহার দুরভিসন্ধিমূলক। বিষয়টি নিয়ে আজ বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত গণমাধ্যমের কাছে তুলে ধরবো।

এদিকে আনসার ও ভিডিপির সিলেট জেলার কমান্ড্যান্ট আলী রেজা রাব্বি গণমাধ্যমকে বলেন, সিটি করপোরেশনের আবেদনের প্রেক্ষিতে নগর ভবনের নিরাপত্তা দিতে আনসার নিয়েছিল। কিন্তু এর মধ্যে পাঁচজন আনসার সদস্য মেয়রের ব্যক্তিগত নিরাপত্তা ও তার বাসভবনে দায়িত্ব পালন করছিলেন। বাসা বা ব্যক্তিগত নিরাপত্তার জন্য আনসার সদস্য নেওয়া যায় না। নিয়মবহির্ভুতভাবে এতদিন এ দায়িত্ব পালন করছিলেন আনসার সদস্যরা। আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। যোগদানের পর বিষয়টি জানতে পেরে নিয়মের মধ্যেই মঙ্গলবার রাতে তাদের প্রত্যাহার করেছি। এখন এ সকল আনসার সদস্যরা শুধুমাত্র নগর ভবনে দায়িত্ব পালন করবেন।

বিজনেস আওয়ার/১৭ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: