ঢাকা , শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৬ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

জনপ্রিয়তার সত্তেও বাজাজ ডিসকভারের উৎপাদন বন্ধ

  • পোস্ট হয়েছে : ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
  • 76

বিজনেস আওয়ার ডেস্ক: জনপ্রিয় টু হুইলার সংস্থা বাজাজের বেশ কয়েকটি মডেল উৎপাদন বন্ধ হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বাজাজ ডিসকভার। এই বাইকের প্রায় সব ভ্যারিয়েন্টই জনপ্রিয় ছিল। তারপরও এই মডেলটি উৎপাদন একেবারেই বন্ধ করেছে সংস্থা। ২০২০ সালের ১৩ মে ঘোষণার পর বন্ধ হয়ে যায় বাজাজ ডিসকভার উৎপাদন।

জনপ্রিয়তা থাকার পরও এই বাইক উৎপাদন বন্ধের কারণ জানায় বাজাজ, মূলত ২০২০ সালে করোনাকালীন পুরো বিশ্ব লকডাউনে ছিল দিনের পর দিনে। ভারতেও এই অবস্থা ছিল প্রায় বছরখানিক। সেসময় বেশ লোকসান গুণতে হয়েছিল সংস্থাটিকে। সে কারণেই লকডাউনের মধ্যেই তারা এই বাইক উৎপাদন বন্ধ করে দেয়। এমনকি করোনা পরবর্তী সময়ে আর নতুন করে এই বাইকের নতুন ভ্যারিয়েন্ট আনেনি বাজারে। নতুন মডেলগুলোতে বেশি মনোযোগ দিয়েছে সংস্থাটি।

২০০৪ সাল থেকে বাজাজ ডিসকভার দাপটের সঙ্গে বাজার ধরে রেখেছিল। উৎপাদন বন্ধের আগ পর্যন্ত এর ৫টি মডেল এসেছে বাজারে। ডিসকভার ১১২, ১১০, ১২৫, ১৩৫ এবং ১৫০ সিসির মডেলগুলো বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় ছিল শীর্ষে।

বাজাজ ডিসকভার ১২৫-এ পাওয়ারিং একটি ১২৪.৫সিসি এয়ার-কুলড ইঞ্জিন ছিল, ১০.৭বিএইচপি এবং ১১এনএম টর্ক। সঙ্গে একটি ৫-স্পীড গিয়ারবক্স যুক্ত ছিল। এর চেয়ে কম ১১০-এ ছিল ১১৫.৪সিসি এয়ার-কুলড মোটর প্যাকিং ৮.৪বিএইচপি এবং ৯.৮এনএম টর্ক। এটিতে ছিল একটি ৪-স্পীড ট্রান্সমিশন।

তবে বাজাজ ডিসকভারের উৎপাদন বন্ধ হলেও বর্তমানে বাংলাদেশে ডিসকভার ১১০ এবং ডিসকভার ১২৫ মডেল বিক্রি হচ্ছে। এছাড়াও ৯০ দশকে যাদের জন্ম তারা হয়তো এখনো বাজাজ ডিসকভারের জ্যাকি চ্যানের সেই মজার বিজ্ঞাপনের কথা ভুলতে পারেননি।

সূত্র: রাসলেন।

বিজনেস আওয়ার/১৮ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

জনপ্রিয়তার সত্তেও বাজাজ ডিসকভারের উৎপাদন বন্ধ

পোস্ট হয়েছে : ০১:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

বিজনেস আওয়ার ডেস্ক: জনপ্রিয় টু হুইলার সংস্থা বাজাজের বেশ কয়েকটি মডেল উৎপাদন বন্ধ হয়েছে। এর মধ্যে একটি হচ্ছে বাজাজ ডিসকভার। এই বাইকের প্রায় সব ভ্যারিয়েন্টই জনপ্রিয় ছিল। তারপরও এই মডেলটি উৎপাদন একেবারেই বন্ধ করেছে সংস্থা। ২০২০ সালের ১৩ মে ঘোষণার পর বন্ধ হয়ে যায় বাজাজ ডিসকভার উৎপাদন।

জনপ্রিয়তা থাকার পরও এই বাইক উৎপাদন বন্ধের কারণ জানায় বাজাজ, মূলত ২০২০ সালে করোনাকালীন পুরো বিশ্ব লকডাউনে ছিল দিনের পর দিনে। ভারতেও এই অবস্থা ছিল প্রায় বছরখানিক। সেসময় বেশ লোকসান গুণতে হয়েছিল সংস্থাটিকে। সে কারণেই লকডাউনের মধ্যেই তারা এই বাইক উৎপাদন বন্ধ করে দেয়। এমনকি করোনা পরবর্তী সময়ে আর নতুন করে এই বাইকের নতুন ভ্যারিয়েন্ট আনেনি বাজারে। নতুন মডেলগুলোতে বেশি মনোযোগ দিয়েছে সংস্থাটি।

২০০৪ সাল থেকে বাজাজ ডিসকভার দাপটের সঙ্গে বাজার ধরে রেখেছিল। উৎপাদন বন্ধের আগ পর্যন্ত এর ৫টি মডেল এসেছে বাজারে। ডিসকভার ১১২, ১১০, ১২৫, ১৩৫ এবং ১৫০ সিসির মডেলগুলো বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় ছিল শীর্ষে।

বাজাজ ডিসকভার ১২৫-এ পাওয়ারিং একটি ১২৪.৫সিসি এয়ার-কুলড ইঞ্জিন ছিল, ১০.৭বিএইচপি এবং ১১এনএম টর্ক। সঙ্গে একটি ৫-স্পীড গিয়ারবক্স যুক্ত ছিল। এর চেয়ে কম ১১০-এ ছিল ১১৫.৪সিসি এয়ার-কুলড মোটর প্যাকিং ৮.৪বিএইচপি এবং ৯.৮এনএম টর্ক। এটিতে ছিল একটি ৪-স্পীড ট্রান্সমিশন।

তবে বাজাজ ডিসকভারের উৎপাদন বন্ধ হলেও বর্তমানে বাংলাদেশে ডিসকভার ১১০ এবং ডিসকভার ১২৫ মডেল বিক্রি হচ্ছে। এছাড়াও ৯০ দশকে যাদের জন্ম তারা হয়তো এখনো বাজাজ ডিসকভারের জ্যাকি চ্যানের সেই মজার বিজ্ঞাপনের কথা ভুলতে পারেননি।

সূত্র: রাসলেন।

বিজনেস আওয়ার/১৮ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: