বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ঢাকা ব্যাংকের সমাপ্ত হিসাব বছরের (ডিসেম্বর ২০২২ সাল) ঘোষিত স্টক ডিভিডেন্ড সংক্রান্ত সম্মতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ সমাপ্ত বছরের জন্য ঢাকা ব্যাংক ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। যার মধ্যে ৬ শতাংশ ক্যাশ ও ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড রয়েছে। কোম্পানিটির পূর্ব ঘোষিত ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২২ মে নির্ধারণ করা হয়েছিল।
স্টক ডিভিডেন্ড সংক্রান্ত সম্মতি গতকাল বুধবারও বিএসইসি থেকে পাওয়া যায়নি। এ্ক কারনে ডিএসই ওইদিন জানিয়েছিল সম্মতি না পাওয়ার স্টক ডিভিডেন্ড দেওয়া পথে বাধা পড়বে। কিন্তু বৃহস্পতিবার স্টক ডিভিডেন্ড প্রদানের সম্মতি দিয়েছে বিএসইসি। ফলে পূর্ব ঘোষিত কোম্পানিটির ৬ শতাংশ স্টক ডিভিডেন্ড দিতে পারবে। তবে কোম্পানিটির পূর্ব ঘোষিত স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ পরিবর্তন হয়েছে। স্টক ডিভিডেন্ড সংক্রান্ত নতুন রেকর্ড তারিখ আগামী ৩০ মে নির্ধারণ করা হয়েছে।
বিএসইসি আইন মতে, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড ইস্যু করতে পারবে না।
বিজনেস আওয়ার/১৮ মে, ২০২৩/এমএজেড