ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সিএসইতে মূলধন বাড়লেও লেনদেন কমেছে

  • পোস্ট হয়েছে : ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
  • 83

মোহাম্মদ আনিসুজ্জামান : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে। অপরদিকে বেড়েছে বাজার মূলধন পরিমাণ। বেড়েছে প্রধান সূচক সিএএসপিআই। কোম্পানিরগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।

সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫১ হাজার ৪৮৭ কোটি টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৫৪ কোটি টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭০ কোটি ৩৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২ কোটি ৬২ লাখ টাকা। তালিকাভুক্ত ৩০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, দর কমেছে ৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৫টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতনের তুলনায় উত্থান ১ দশমিক ৩৫ গুন বেশি হয়েছে।

প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৫৩০ দশমিক ৪৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৪ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ৩ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৫৬ পয়েন্টে, ১১ হাজার ৭৩ দশমিক ৬৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭১ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৯ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক ২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১৩ হাজার ৪৬১ দশমিক ৪৭ পয়েন্টে এবং ১ হাজার ৬৬৮ দশমিক ৪৯ পয়েন্টে। সিএসইসিএক্স সূচক দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৯৪ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ১৮ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১০ শতাংশ, সিএসআই সূচক দশমিক ৩৪ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক ২ দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৬ দশমিক ১৪ শতাংশ, ১৩ হাজার ৪৪৭ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ১ হাজার ১৬৭ দশমিক ১৯ শতাংশ এবং ১ হাজার ৬২২ দশমিক ৮৭ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৫০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। এছাড়া বি ক্যাটাগরির ৩০ শতাংশ, জেড ক্যাটাগরির ১০ শতাংশ এবং এন ক্যাটাগরির ১০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল বিচের শেয়ার। একাই ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া গ্লোবাল ইসলামী ইন্স্যুরেন্সের (এন ক্যাটাগরি) ৪ কোটি ৫৭ লাখ টাকা, আমরা নেটওয়ার্কসের ৪ কোটি ২৪ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ৩ কোটি ৫২ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের (বি ক্যাটাগরি) ৩ কোটি ২৯ লাখ টাকা, এমারেল্ড অয়েলের (জেড ক্যাটাগরি) ২ কোটি ৯৯ লাখ টাকা, মেট্রো স্পিনিংয়ের (বি ক্যাটাগরি) ২ কোটি ৮৪ লাখ টাকা, ফার কেমিক্যালের (বি ক্যাটাগরি) ২ কোটি ৭ লাখ টাকা, ইউনিক হোটেলের ১ কোটি ৮০ লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১৯ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সিএসইতে মূলধন বাড়লেও লেনদেন কমেছে

পোস্ট হয়েছে : ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩

মোহাম্মদ আনিসুজ্জামান : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে। অপরদিকে বেড়েছে বাজার মূলধন পরিমাণ। বেড়েছে প্রধান সূচক সিএএসপিআই। কোম্পানিরগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।

সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫১ হাজার ৪৮৭ কোটি টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৩ হাজার ৮৫৪ কোটি টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৬৭ কোটি ৭২ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৭০ কোটি ৩৪ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২ কোটি ৬২ লাখ টাকা। তালিকাভুক্ত ৩০৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৮টির, দর কমেছে ৬৫টির ও অপরিবর্তিত রয়েছে ১৫৫টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতনের তুলনায় উত্থান ১ দশমিক ৩৫ গুন বেশি হয়েছে।

প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই দশমিক ২১ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৫৩০ দশমিক ৪৪ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৪ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক শূন্য ৩ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৩৭ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৫৬ পয়েন্টে, ১১ হাজার ৭৩ দশমিক ৬৮ পয়েন্টে এবং ১ হাজার ১৭১ দশমিক ১৬ পয়েন্টে। এছাড়া সিএসই৩০ সূচক দশমিক শূন্য ৯ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক ২ দশমিক ৪৪ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১৩ হাজার ৪৬১ দশমিক ৪৭ পয়েন্টে এবং ১ হাজার ৬৬৮ দশমিক ৪৯ পয়েন্টে। সিএসইসিএক্স সূচক দশমিক ১৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৯৪ দশমিক ১৩ পয়েন্টে। এছাড়া সিএসই৫০ সূচক দশমিক ১৮ শতাংশ, সিএসই৩০ সূচক দশমিক ১০ শতাংশ, সিএসআই সূচক দশমিক ৩৪ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক ২ দশমিক ৭৩ শতাংশ কমে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৬ দশমিক ১৪ শতাংশ, ১৩ হাজার ৪৪৭ দশমিক শূন্য ৯ পয়েন্টে, ১ হাজার ১৬৭ দশমিক ১৯ শতাংশ এবং ১ হাজার ৬২২ দশমিক ৮৭ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৫০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। এছাড়া বি ক্যাটাগরির ৩০ শতাংশ, জেড ক্যাটাগরির ১০ শতাংশ এবং এন ক্যাটাগরির ১০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সী পার্ল বিচের শেয়ার। একাই ৫ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া গ্লোবাল ইসলামী ইন্স্যুরেন্সের (এন ক্যাটাগরি) ৪ কোটি ৫৭ লাখ টাকা, আমরা নেটওয়ার্কসের ৪ কোটি ২৪ লাখ টাকা, ফারইস্ট নিটিংয়ের ৩ কোটি ৫২ লাখ টাকা, মেঘনা ইন্স্যুরেন্সের (বি ক্যাটাগরি) ৩ কোটি ২৯ লাখ টাকা, এমারেল্ড অয়েলের (জেড ক্যাটাগরি) ২ কোটি ৯৯ লাখ টাকা, মেট্রো স্পিনিংয়ের (বি ক্যাটাগরি) ২ কোটি ৮৪ লাখ টাকা, ফার কেমিক্যালের (বি ক্যাটাগরি) ২ কোটি ৭ লাখ টাকা, ইউনিক হোটেলের ১ কোটি ৮০ লাখ টাকা এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ১ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/১৯ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: