বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার শোয়াইবনগর কামিল মাদরাসায় অফিস সহকারী ও নিরাপত্তা প্রহরীর নিয়োগ পরীক্ষা বিকেলের পরিবর্তে সন্ধ্যায় নেওয়া হয়েছে।
শুক্রবার (১৯ মে) সন্ধ্যা ৬টার দিকে মাদরাসার একটি কক্ষে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির উপস্থিতিতে এ নিয়োগ পরীক্ষা নেওয়া হয়। দুটি পদের জন্য কয়েকজন পরীক্ষার্থী এতে অংশ নেন।
জানা গেছে, শোয়াইব নগর কামিল মাদরাসায় দুটি পদে নিয়োগ পরীক্ষা গ্রহণ করার কথা ছিল বিকেল ৩টায়। কিন্তু ওই পদের নিয়োগ পরীক্ষা শুরু হয় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে। এই পরীক্ষা নিতে শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসাইন। দুটি পদে মোট ৭ জন প্রার্থী নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লিখিত পরীক্ষা শেষে প্রার্থীদের সাক্ষাৎকার নেওয়া হয় বলে জানায় মাদরাসা নিয়োগের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র।
শোয়াইব নগর কামিল মাদরাসার অধ্যক্ষ নুরুল হুদা জানান, অফিস সহকারী পদে ৬ জন ও নিরাপত্তা প্রহরীতে ৪ জন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করে। ডিজির প্রতিনিধি স্যারের অন্য আরেকটি বোর্ড থাকায় নিয়োগ পরীক্ষা নিতে সন্ধ্যা হয়ে গেছে।
এ ব্যাপারে জানতে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের উপ-পরিচালক (প্রশাসন) জাকির হোসাইনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
বিজনেস আওয়ার/২০ মে, ২০২৩/এএইচএ