ঢাকা , বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

  • পোস্ট হয়েছে : ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
  • 64

বিজনেস আওয়ার প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) রাতে কারাগারে অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নেয়া সেখানেই রাত ১০টায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা।

মৃত সুমন ঢালী (৪৪) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শেরদাবাদ গ্রামের কাদির ঢালীর ছেলে।

জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সুমন ঢালীর হার্টের সমস্যা ছিল। তাকে বিভিন্ন সময় শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে হার্টের চিকিৎসা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সুমন ঢালী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন ঢালী কেরানীগঞ্জ থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

তাকে ২০১৫ সালে ৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে সুমন ঢালীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস আওয়ার/২০ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

পোস্ট হয়েছে : ০৩:২০ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ মে) রাতে কারাগারে অসুস্থ হয়ে তাকে হাসপাতালে নেয়া সেখানেই রাত ১০টায় তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর হাই সিকিউরিটি জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালা।

মৃত সুমন ঢালী (৪৪) মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার শেরদাবাদ গ্রামের কাদির ঢালীর ছেলে।

জেল সুপার সুব্রত কুমার বালা জানান, সুমন ঢালীর হার্টের সমস্যা ছিল। তাকে বিভিন্ন সময় শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে হার্টের চিকিৎসা দেওয়া হয়েছে। গত শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সুমন ঢালী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সুমন ঢালী কেরানীগঞ্জ থানার একটি মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি হিসেবে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন।

তাকে ২০১৫ সালে ৫ ডিসেম্বর ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে সুমন ঢালীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজনেস আওয়ার/২০ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: