ঢাকা , রবিবার, ১৩ জুলাই ২০২৫, ২৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ

  • পোস্ট হয়েছে : ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • 93

বিজনেস আওয়ার প্রতিবেদক: গঠনতন্ত্রবিরোধী ও অপরাধমূলক কাজের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহকে শোক করা হয়েছে।

শনিবার (২০ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা চিঠিতে তাদের শোকজ করা হয়।

এতে বলা হয়েছে, সংগঠন বিরোধী, গঠনতন্ত্র পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করে এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুর উল্লাহর বিরুদ্ধে কেন পরিবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না; সে বিষয়ে লিখিতভাবে তাদের বক্তব্য আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সেলে জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর মোবাইল নম্বরে ফোন করে বন্ধ পাওয়া গেছে।

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ শোকজের সত্যতা স্বীকার করে বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি কেন্দ‍্রীয় কমিটি নিয়ন্ত্রণ করে। তাই এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

প্রসঙ্গত, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।

বিজনেস আওয়ার/২১ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

কুষ্টিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার বাড়িতে আগুন

পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি-সম্পাদককে শোকজ

পোস্ট হয়েছে : ১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: গঠনতন্ত্রবিরোধী ও অপরাধমূলক কাজের অভিযোগে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহকে শোক করা হয়েছে।

শনিবার (২০ মে) ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সই করা চিঠিতে তাদের শোকজ করা হয়।

এতে বলা হয়েছে, সংগঠন বিরোধী, গঠনতন্ত্র পরিপন্থী, অপরাধমূলক এবং সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করে এমন কার্যকলাপে জড়িত থাকার অপরাধে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুর উল্লাহর বিরুদ্ধে কেন পরিবর্তী সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না; সে বিষয়ে লিখিতভাবে তাদের বক্তব্য আগামী ৭ দিনের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সেলে জমা দিতে বলা হয়েছে।

এ বিষয়ে জানতে পাবিপ্রবি ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক মো. নুরুল্লাহর মোবাইল নম্বরে ফোন করে বন্ধ পাওয়া গেছে।

পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান সবুজ শোকজের সত্যতা স্বীকার করে বলেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটি কেন্দ‍্রীয় কমিটি নিয়ন্ত্রণ করে। তাই এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।

প্রসঙ্গত, শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শেষে ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়।

বিজনেস আওয়ার/২১ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: