ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

সূচকের সাথে লেনদেনেও মন্দা

  • পোস্ট হয়েছে : ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
  • 31

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন কমেছে লেনদেন পরিমান। কমেছে বাজার মূলধনও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। সব ধরনের সূচক পতনে একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজার মূলধনসহ কমেছে লেনদেন পরিমান। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৮১১ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ১২৯ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫০৮ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৫টি এবং কমেছে ১০৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯২টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক শূন্য ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯০ দশমিক ৯০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৬ দশমিক ২৩ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ টাকা শেয়ার। আগেরদিন বৃহস্পতিবার ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৮৪ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২৫৭ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টি, কমেছে ৬৭টি এবং পরিবর্তন হয়নি ৯৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৯ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট, সিএসসিএক্স ৮ দশমিক ৬৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৯৮ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৫ দশমিক ৫১ পয়েন্টে, ১১ হাজার ৮৫ দশমিক ৪৫ পয়েন্টে এবং ১ হাজার ১৬৫ পয়েন্টে।

বিজনেস আওয়ার/২১ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সূচকের সাথে লেনদেনেও মন্দা

পোস্ট হয়েছে : ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার সব ধরনের সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন কমেছে লেনদেন পরিমান। কমেছে বাজার মূলধনও। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে। সব ধরনের সূচক পতনে একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজার মূলধনসহ কমেছে লেনদেন পরিমান। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, রবিবার ডিএসইতে ৮১১ কোটি ৭৪ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৯৩২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭০ হাজার ১২৯ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৬৩৭ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৫০৮ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৬১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৫টি এবং কমেছে ১০৪টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯২টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমিক ৯০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬ হাজার ২৮১ দশমিক ২৯ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক ৩৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ২ দশমিক শূন্য ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯০ দশমিক ৯০ পয়েন্টে এবং ১ হাজার ৩৬৬ দশমিক ২৩ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে রবিবার লেনদেন হয়েছে ১৬ কোটি ৯৮ টাকা শেয়ার। আগেরদিন বৃহস্পতিবার ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৫ হাজার ৮৪ কোটি টাকা। আগেরদিন বৃহস্পতিবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন কমেছে ২৫৭ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৮টি, কমেছে ৬৭টি এবং পরিবর্তন হয়নি ৯৪টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১০ দশমিক ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫১৯ দশমিক ৪৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ১ দশমিক ১৫ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১ দশমিক ৫৮ পয়েন্ট, সিএসসিএক্স ৮ দশমিক ৬৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ২ দশমিক ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৯৮ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৫ দশমিক ৫১ পয়েন্টে, ১১ হাজার ৮৫ দশমিক ৪৫ পয়েন্টে এবং ১ হাজার ১৬৫ পয়েন্টে।

বিজনেস আওয়ার/২১ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: