আগের বছরের তুলনায় ২০২২ সালের ব্যবসায়ও শেয়ারবাজারে তালিকাভুক্ত অধিকাংশ ব্যাংকের মুনাফা বেড়েছ। তারপরেও পুরো ব্যাংকিং খাতের মোট মুনাফায় ধস নেমেছে। যার পেছনে একমাত্র কারন হিসেবে রয়েছে ন্যাশনাল ব্যাংকের রেকর্ড লোকসান। ব্যাংকটি যে পরিমাণ লোকসান করেছে, তার সমান ১০-১৫টি ব্যাংকও মুনাফা করতে পারেনি।
ব্যাংকগুলোর ২০২২ সালের সমন্বিত (সাবসিডিয়ারিসহ) আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
তালিকাভুক্ত ৩৫ ব্যাংকের ২০২১ সালের ব্যবসায় ৮ হাজার ৫৩৯ কোটি ৫৭ লাখ টাকার নিট মুনাফা হয়েছিল। যা কমে ২০২২ সালে হয়েছে ৫ হাজার ৯৯৮ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা কমেছে ২ হাজার ৫৪০ কোটি ৮১ লাখ টাকার বা ৩০ শতাংশ।
মুনাফায় এই ধসের পেছনে রয়েছে ন্যাশনাল ব্যাংকের রেকর্ড লোকসান। ব্যাকংটির আগের বছর ৩৮ কোটি ১৬ লাখ টাকার নিট মুনাফা হলেও ২০২২ সালের ব্যবসায় লোকসান হয়েছে ৩ হাজার ২৬১ কোটি ৬০ লাখ টাকার। যার পেছনে রয়েছে বেপোরোয়া ঋণ।
ব্যাংকগুলোর ২০২২ সালে ৫ হাজার ৯৯৮ কোটি ৭৬ লাখ টাকা মুনাফা হলেও এরমধ্য থেকে শেয়ারহোল্ডারদের মধ্যে নগদ লভ্যাংশ হিসেবে বিতরন করা হবে ২ হাজার ৭০০ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসেবে মুনাফার ৪৫.০২ শতাংশ বিতরন করা হবে। বাকি ৩ হাজার ২৯৮ কোটি ৩৮ লাখ টাকা বা ৫৪.৯৮ শতাংশ ব্যাংকেই থেকে যাবে। যার একটি অংশ বোনাস শেয়ারের জন্য পরিশোধিত মূলধনে ও বাকি অংশ সংরক্ষিত আয়ে (রিটেইন আর্নিংস) যোগ হবে।
দেখা গেছে, তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৬১৬ কোটি ৬৩ লাখ টাকা মুনাফা করে শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক। এরপরে ৬০১ কোটি ৬৩ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক। তৃতীয় সর্বোচ্চ ৫৬৬ কোটি ৩৪ লাখ টাকা মুনাফা হয়েছে ডাচ-বাংলা ব্যাংকের।
নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফার তথ্য তুলে ধরা হল-
ব্যাংকের নাম | নিট মুনাফা-২০২২ (কোটি টাকায়) | নিট মুনাফা-২০২১ (কোটি টাকায়) |
ইসলামী ব্যাংক | ৬১৬.৬৩ | ৪৮০.৭৬ |
ব্র্যাক ব্যাংক | ৬০১.৬৩ | ৫৪৬.৪৬ |
ডাচ-বাংলা ব্যাংক | ৫৬৬.৩৪ | ৫৫৬.১১ |
পূবালি ব্যাংক | ৫৬৪.৫৩ | ৪৩৫.১৮ |
ইস্টার্ন ব্যাংক | ৫১১.৮৭ | ৪৮০.০২ |
সিটি ব্যাংক | ৪৭৭.৮৪ | ৫৪৯.৪২ |
প্রাইম ব্যাংক | ৩৯৯.৭০ | ৩২৪.৯৬ |
প্রিমিয়ার ব্যাংক | ৩৯২.৪০ | ৩২৮.০৯ |
এক্সিম ব্যাংক | ৩৭২.০২ | ২১৫.৬৬ |
শাহজালাল ব্যাংক | ৩৫৭.৬৬ | ২৫৯.১৫ |
আইএফআইসি ব্যাংক | ৩৪৪.৬৮ | ২৫৪.১২ |
ইউসিবি | ৩৩০.৪৭ | ২৪৫.১৭ |
ব্যাংক এশিয়া | ৩০৪.৫৯ | ২৭২.৮৩ |
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক | ২৯৩.৯৩ | ৩৩৪.৪২ |
ট্রাস্ট ব্যাংক | ২৯১.৯০ | ২৬৭.৫৪ |
উত্তরা ব্যাংক | ২৭০.৩৭ | ২২১.৯৮ |
এনসিসি ব্যাংক | ২৬৪.৩৯ | ২৫০.৪৭ |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ২৩৬.৮৪ | ২৯৭.৩২ |
মার্কেন্টাইল ব্যাংক | ২৩৫.৪২ | ৩৫৭.৯৩ |
আল-আরাফাহ ব্যাংক | ২০৭.৬৬ | ২০৮.৭৬ |
স্যোসাল ইসলামী ব্যাংক | ২০৬.৮৩ | ১৭৫.০২ |
এনআরবিসি ব্যাংক | ১৯৩.৪৮ | ২২৬.৩৫ |
সাউথইস্ট ব্যাংক | ১৭৫.৫৮ | ১৭৮.৪৩ |
ঢাকা ব্যাংক | ১৬৭.১৩ | ২১৩.৬৫ |
ইউনিয়ন ব্যাংক | ১৬২.৭০ | ৮৭.২৪ |
যমুনা ব্যাংক | ১৫৮.৮৪ | ২৫১.২৫ |
ওয়ান ব্যাংক | ১৫৫.৯৪ | ৮৪.৪১ |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ১১২.৫৮ | ৭৯.১৭ |
গ্লোবাল ব্যাংক | ৯৬.৩২ | ১৩১.৯৪ |
এবি ব্যাংক | ৭১.৪৬ | ৭১.৬৮ |
সাউথবাংলা ব্যাংক | ৫৯.৩৪ | ৫৩.৯৯ |
মিডল্যান্ড ব্যাংক | ৫৬.২০ | ৫১.৪০ |
রূপালি ব্যাংক | ২৮.৩৫ | ৫০.০১ |
আইসিবি ইসলামীক ব্যাংক | (২৫.২৬) | (৩৯.৪৮) |
ন্যাশনাল ব্যাংক | (৩২৬১.৬০) | ৩৮.১৬ |
মোট | ৫৯৯৮.৭৬ কোটি টাকা | ৮৫৩৯.৫৭ কোটি টাকা |
২০২২ সালে ন্যাশনাল ব্যাংকের পাশাপাশি আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করেছে। ব্যাংকটির ২৫ কোটি ২৬ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে রূপালি ব্যাংকের। ওই বছরে ব্যাংকটির ২৮ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা হয়েছে। আর দ্বিতীয় সর্বনিম্ন ৫৬ কোটি ২০ লাখ টাকা মিডল্যান্ড ব্যাংকের ও তৃতীয় সর্বনিম্ন ৫৯ কোটি ৩৪ লাখ টাকা মুনাফা হয়েছে সাউথবাংলা ব্যাংকের।
বিজনেস আওয়ার/২২ মে, ২০২৩/আরএ