বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি কমার্শিয়াল ব্যাংকের ঘোষিত স্টক ডিভিডেন্ড প্রদানে অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৪ দশমিক ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর সেই স্টক ডিভিডেন্ড প্রদানে বিএসইসি সম্মতি দিয়েছে। ফলে ডিভিডেন্ড প্রদানে কোন প্রকার বাধা নেই। কোম্পানিটির বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হবে ১৯ জুন দুপুর ১২টায়। স্টক ডিভিডেন্ড সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৫ মে নির্ধারণ করা হয়।
আইন মতে, বিএসইসির অনুমোদন ছাড়া কোনো কোম্পানি স্টক ডিভিডেন্ড ইস্যু করতে পারবে না।
বিজনেস আওয়ার/২৩ মে, ২০২৩/এমএজেড