ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ডিএসইতে পতনের চেয়ে উত্থান চারগুন

  • পোস্ট হয়েছে : ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
  • 32

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন বেড়েছে লেনদেন পরিমান। বেড়েছে বাজার মূলধনও। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান ৩ দশমিক ৭২ গুন হয়েছে। সব ধরনের সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজার মূলধন বেড়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান ২ দশমিক ৪৬ গুন হয়েছে। তবে কমেছে লেনদেন পরিমান।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৯২০ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৭০৭ কোটি টাকা। আগেরদিন সোমবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৩৬৩ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৪টি এবং কমেছে ৩৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৮টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৬ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ২১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ দশমিক ৮১ পয়েন্টে এবং ১ হাজার ৩৭১ দশমিক ১৬ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬১ টাকা শেয়ার। আগেরদিন সোমবার ২৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৫০০ কোটি টাকা। আগেরদিন সোমবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৩০৯ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৯১ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১টি, কমেছে ৩৭টি এবং পরিবর্তন হয়নি ৮৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮২ দশমিক ৫৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯২ পয়েন্ট, সিএসসিএক্স দশমিক ৩৫ দশমিক ৩৪ পয়েন্ট এবং সিএসআই সূচক ৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৬৬ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৮ দশমিক ৯০ পয়েন্টে, ১১ হাজার ১২১ দশমিক ৫৮ পয়েন্টে এবং ১ হাজার ১৬৮ দশমিক ৪২ পয়েন্টে।

বিজনেস আওয়ার/২৩ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

ডিএসইতে পতনের চেয়ে উত্থান চারগুন

পোস্ট হয়েছে : ০৩:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস তুলনায় এদিন বেড়েছে লেনদেন পরিমান। বেড়েছে বাজার মূলধনও। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান ৩ দশমিক ৭২ গুন হয়েছে। সব ধরনের সূচক উত্থানের একই অবস্থা অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। বাজার মূলধন বেড়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান ২ দশমিক ৪৬ গুন হয়েছে। তবে কমেছে লেনদেন পরিমান।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৯২০ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন সোমবার ডিএসইতে লেনদেন হয়েছিল ৭০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭১ হাজার ৭০৭ কোটি টাকা। আগেরদিন সোমবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭০ হাজার ৩৬৩ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৩৪৪ কোটি টাকা।

এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৮টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ১৩৪টি এবং কমেছে ৩৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৭৮টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩০৬ দশমিক ১৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৫ দশমিক ২১ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৯৫ দশমিক ৮১ পয়েন্টে এবং ১ হাজার ৩৭১ দশমিক ১৬ পয়েন্টে।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ১৯ কোটি ৬১ টাকা শেয়ার। আগেরদিন সোমবার ২৪ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৬ হাজার ৫০০ কোটি টাকা। আগেরদিন সোমবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৩০৯ কোটি টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ১৯১ কোটি টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২১৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৯১টি, কমেছে ৩৭টি এবং পরিবর্তন হয়নি ৮৬টির।

এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬০ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮২ দশমিক ৫৭ পয়েন্টে। এছাড়া সিএসই-৫০ সূচক ৩ দশমিক ১১ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১৮ দশমিক ৯২ পয়েন্ট, সিএসসিএক্স দশমিক ৩৫ দশমিক ৩৪ পয়েন্ট এবং সিএসআই সূচক ৩ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৭ দশমিক ৬৬ পয়েন্টে, ১৩ হাজার ৪৪৮ দশমিক ৯০ পয়েন্টে, ১১ হাজার ১২১ দশমিক ৫৮ পয়েন্টে এবং ১ হাজার ১৬৮ দশমিক ৪২ পয়েন্টে।

বিজনেস আওয়ার/২৩ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: