বিজনেস আওয়ার প্রতিবেদক : চার্টার্ড লাইফ ইন্সুরেন্সের অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটি এমনটিই জানায় ডিএসইকে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।
ডিএসইতে গত ১০ মে লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ছিল ৬৩ টাকা ৭০ পয়সা। ২৪ মে বা বুধবার কোম্পানিটির শেয়ার দর হয়েছে ৮০ টাকা ১০ পয়সা। এই সময়ের ব্যবধানে শেয়ার দর বেড়েছে ১৬ টাকা ৪০ পয়সা বা ২৫ দশমিক ৭৪ শতাংশ। এই ধরনের শেয়ার দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কতৃপক্ষ।
বিজনেস আওয়ার/২৫ মে, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: