1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
উত্থানে মূলধন বেড়েছে দুই হাজার কোটি টাকা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৫:২০ পূর্বাহ্ন

উত্থানে মূলধন বেড়েছে দুই হাজার কোটি টাকা

  • পোস্ট হয়েছে : শুক্রবার, ২৬ মে, ২০২৩
print sharing button

মোহাম্মদ আনিসুজ্জামান : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় বেড়েছে। উত্থানে প্রধান সূচক সিএএসপিআই। বেড়েছে বাজার মূলধন পরিমান। কোম্পানিরগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।

সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৭ হাজার ৩৪০ কোটি টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭ লাখ ৫৫ হাজার ৩৪১ কোটি টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৯৯ কোটি টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৯৫ কোটি ৬৫ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৬৭ কোটি ৭২ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে ২৭ কোটি ৯৩ লাখ টাকা। তালিকাভুক্ত ৩১৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯০টির, দর কমেছে ৬৭টির ও অপরিবর্তিত রয়েছে ১৬০টি কোম্পানির। যা কোম্পানিগুলো শেয়ার দর পতনের তুলনায় উত্থান ১ দশমিক ৩৪ গুন বেশি হয়েছে।

প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৬৩৭ দশমিক ৯৫ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক ১৬ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৫১ শতাংশ, সিএসআই সূচক দশমিক শূন্য ৬ শতাংশ এবং সিএসই এসএমইএক্স সূচক ৩ দশমিক ৫৮ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৮ দশমিক ৩০ পয়েন্টে, ১১ হাজার ১৫১ দশমিক ৪৭ পয়েন্টে, ১ হাজার ১৬৭ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ৬৮০ দশমিক ৮৯ পয়েন্টে। এছাড়া সিএসই৩০ সূচক দশমিক ২৮ শতাংশ কমে দাঁড়ায় ১৩ হাজার ৪০৯ দশমিক ৪৩ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৭০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। এছাড়া জেড ক্যাটাগরির ১০ শতাংশ এবং এন ক্যাটাগরির ২০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে রুপালী লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার। একাই ৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া বেক্সিমকোর ৬ কোটি ৯৩ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ৪ কোটি ৬২ লাখ টাকা, এমারেল্ড অয়েলের ৪ কোটি ৭ লাখ টাকা, আমরা নেটওয়ার্কসের ৩ কোটি ৯৭ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের ৩ কোটি ৯৫ লাখ টাকা, দি ইবনে সিনা ফার্মার ৩ কোটি ৬৮ লাখ টাকা, কেডিএস এক্সেসরিজের ৩ কোটি ২২ লাখ টাকা, ফার কেমিক্যালের ৩ কোটি ১৭ লাখ টাকা এবং মিডল্যান্ড ব্যাংকের ২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/২৬ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ