বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত এইচ.আর টেক্সটাইলের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ি, গত ৩০ অক্টোবর কোম্পানির পর্ষদ ১টি সাধারন শেয়ারের বিপরীতে ১টি রাইট ইস্যুর সিদ্ধান্ত নেয়। প্রতিটি শেয়ার ২০ টাকা করে ইস্যুর সিদ্ধান্ত নিয়েছিল। যা কোম্পানির বিশেষ সাধারন সভায় (ইজিএম) অনুমোদিত হয়েছিল। তবে বিএসইসি কোম্পানির রাইট প্রস্তাব বাতিল করে দিয়েছে।
বিজনেস আওয়ার/২৯ মে, ২০২৩/আরএ
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: