বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। বেড়েছে বাজার মূলধন পরিমান। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন লেনদেন পরিমান কমেছে। একটি বাদে বাকী চার ধরনের সূচক উত্থানের লেনদেন শেষ হয়েছে অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লেনদেনসহ বেড়েছে বাজার মূলধনও। কোম্পানিগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।
স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে ৯৭৬ কোটি ১ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন সোমবার লেনদেন হয়েছিল ১ হাজার ১৭৪ কোটি ৫৬ লাখ টাকা। এদিন মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৭৩ হাজার ৯২৮ কোটি ২৩ লাখ টাকা। আগেরদিন মঙ্গলবার মূলধন হয়েছিল ৭ লাখ ৭৩ হাজার ১৬ কোটি ৭৯ লাখ টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৯১১ কোটি ৪৪ লাখ টাকা।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৭৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৯৩টি এবং কমেছে ৮৬টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৯২টির। এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক শূন্য ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৪৫ দশমিক ৭৮ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৪ দশমিক শূন্য ৯ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৫ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২০২ দশমিক ৭০ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৫ দশমিক ৬৪ পয়েন্টে।
অপরদিকে সিএসইতে মঙ্গলবার লেনদেন হয়েছে ১৬ কোটি ১৬ লাখ টাকা শেয়ার। আগেরদিন সোমবার ১৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। এদিন বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৫৮ হাজার ৮৫০ কোটি ২৭ লাখ টাকা। আগেরদিন সোমবার মূলধন হয়েছিল ৭ লাখ ৫৮ হাজার ৪৯ কোটি ৮৪ লাখ টাকা। একদিনের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ৮০০ কোটি ৪৩ লাখ টাকা। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩৯টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৭২টি, কমেছে ৫৯টি এবং পরিবর্তন হয়নি ১০৮টির।
এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭২১ দশমিক ৩৯ পয়েন্টে। সিএসই-৫০ সূচক ৩ দশমিক ৩৪ পয়েন্ট, সিএসসিএক্স ২৩ দশমিক ৯৮ পয়েন্ট এবং সিএসআই সূচক ৫ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩২০ দশমিক ৭৮ পয়েন্টে, ১১ হাজার ১৯৮ দশমিক ৮৫ পয়েন্টে এবং ১ হাজার ১৭৪ দশমিক ৫৯ পয়েন্টে। এছাড়া সিএসই-৩০ সূচক ৪ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৪০৬ দশমিক ১৫ পয়েন্টে।
বিজনেস আওয়ার/৩০ মে, ২০২৩/এমএজেড