ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

প্লটের আশ্বাসে ৯ কোটি টাকা আত্মসাৎ, রাজউক কর্মচারী গ্রেফতার

  • পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
  • 58

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝিলমিল প্রোজেক্ট ও পূর্বাচলে প্লট দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে প্রায় ৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন দেবাশীষ কুমার সাহা নামের রাজউকের একজন কর্মচারী। পুলিশের এক অভিযানে তাকে রামপুরা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যানসিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক নারীর বাবা-মা অসুস্থ থাকার সময় তাদের জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি রাজধানীর রাজউকে যাতায়াত করতেন। এসময় ওই নারীর সঙ্গে রাজউকের কর্মচারী দেবাশীষের পরিচয় হয়। পরে ওই নারীর বাবা মারা যাওয়ার পর তার সাথে সুসম্পর্ক গড়ে তোলেন দেবাশীষ। পরে দেবাশীষ ভুক্তভোগী নারীকে রাজধানীর ঝিলমিল এবং পূর্বাচলে প্লট দেওয়ার আশ্বাস দেয়। ওই নারী তার ২টি ফ্ল্যাট বিক্রির দুই কোটি ৬০ লাখ টাকা, ১৫০ ভরি স্বর্ণ বিক্রির এক কোটি ২০ লাখ টাকা, একটি প্লট বিক্রির দুই কোটি ১০ লাখ টাকা, সঞ্চয়পত্র বিক্রির ৫০ লাখ টাকা, প্রাইভেটকার বিক্রির ১০ লাখসহ বিভিন্ন সময়ে মোট ৮ কোটি ৮০ লাখ টাকা দেবাশীষকে দেন। তবে দেবাশীষ তাকে প্লট বুঝিয়ে দেননি।

প্লট বুঝিয়ে দেওয়ার কথা বললে টালবাহানা শুরু করলে তার কাছে টাকা ফেরত চান ওই নারী। দেবাশীষ তা ফেরত দিতে অস্বীকার করেন। এরই একপর্যায়ে দেবাশীষ ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রামপুরা থানায় প্রতারণার মামলা দায়ের করেন।

ইকবাল হোসাইন বলেন, মামলা দায়ের করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় দেবাশীষের অবস্থান শনাক্ত করে রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানায় ডিবি।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

প্লটের আশ্বাসে ৯ কোটি টাকা আত্মসাৎ, রাজউক কর্মচারী গ্রেফতার

পোস্ট হয়েছে : ০২:৫১ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: ঝিলমিল প্রোজেক্ট ও পূর্বাচলে প্লট দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীর কাছ থেকে প্রায় ৯ কোটি টাকা আত্মসাৎ করেছেন দেবাশীষ কুমার সাহা নামের রাজউকের একজন কর্মচারী। পুলিশের এক অভিযানে তাকে রামপুরা থেকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) দিবাগত রাতে তাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের ফাইন্যানসিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ ইকবাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এক নারীর বাবা-মা অসুস্থ থাকার সময় তাদের জমিজমা ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে তিনি রাজধানীর রাজউকে যাতায়াত করতেন। এসময় ওই নারীর সঙ্গে রাজউকের কর্মচারী দেবাশীষের পরিচয় হয়। পরে ওই নারীর বাবা মারা যাওয়ার পর তার সাথে সুসম্পর্ক গড়ে তোলেন দেবাশীষ। পরে দেবাশীষ ভুক্তভোগী নারীকে রাজধানীর ঝিলমিল এবং পূর্বাচলে প্লট দেওয়ার আশ্বাস দেয়। ওই নারী তার ২টি ফ্ল্যাট বিক্রির দুই কোটি ৬০ লাখ টাকা, ১৫০ ভরি স্বর্ণ বিক্রির এক কোটি ২০ লাখ টাকা, একটি প্লট বিক্রির দুই কোটি ১০ লাখ টাকা, সঞ্চয়পত্র বিক্রির ৫০ লাখ টাকা, প্রাইভেটকার বিক্রির ১০ লাখসহ বিভিন্ন সময়ে মোট ৮ কোটি ৮০ লাখ টাকা দেবাশীষকে দেন। তবে দেবাশীষ তাকে প্লট বুঝিয়ে দেননি।

প্লট বুঝিয়ে দেওয়ার কথা বললে টালবাহানা শুরু করলে তার কাছে টাকা ফেরত চান ওই নারী। দেবাশীষ তা ফেরত দিতে অস্বীকার করেন। এরই একপর্যায়ে দেবাশীষ ভুক্তভোগী নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে রামপুরা থানায় প্রতারণার মামলা দায়ের করেন।

ইকবাল হোসাইন বলেন, মামলা দায়ের করার পর তথ্য প্রযুক্তির সহায়তায় দেবাশীষের অবস্থান শনাক্ত করে রামপুরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হবে বলে জানায় ডিবি।

বিজনেস আওয়ার/৩১ মে, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: