বিজনেস আওয়ার ডেস্ক: ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের প্রায় দুইশ’ শিক্ষার্থীর মাঝে ভূমিকম্প বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি পালন করেছে করে অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন প্রতিষ্ঠান সেইভ সেভ পিপল ফ্রম আর্থকোয়াক অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাস্টার (স্পিড)।
বুধবার (৩১ মে) সকালে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ভূমিকম্প বিশেষজ্ঞ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক ড. মেহেদী আহমেদ আনসারী।
তিনি শিক্ষার্থীদের মাঝে ভূমিকম্পের ভয়াবহতা, ভূমিকম্প প্রতিরোধী স্থাপনা নির্মাণের গুরুত্ব ও ভূমিকম্পের সময় কী করণীয় এবং কী করা উচিত নয় সে বিষয়গুলো শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন।
এসময় স্পিডের প্রতিষ্ঠাকালীন সভাপতি ড. রিপন হোড়, বর্তমান সভাপতি ইফতেশাম বাশার, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আশিকুর রহমান তালুকদারসহ (নিবিড়) বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইডেন কলেজের ছাত্রীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের মাঝে স্পিডের সদস্যরা ভূমিকম্পকালীন সতর্কতামূলক ব্যবস্থাগুলো প্রদর্শন ও বিশ্লেষণ করেন। স্পিডের সচেতনতামূলক কর্মসূচিতে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের শ্রেণি শিক্ষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটির সার্বিক দায়িত্ব পালন করেন এই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. আবু বকর সিদ্দিক।
উল্লেখ্য, স্পিড ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবী এই সংগঠন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নেতৃত্বে গঠিত। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা করাসহ ঘূর্ণিঝড়, বন্যা, টর্নেডো, খরা, নদী ভাঙন, ভূমিকম্প, পানীয় জলের আর্সেনিক দূষণরোধে দেশের জনগোষ্ঠীর পাশে থেকে কাজ করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।
বিজনেস আওয়ার/৩১ মে, ২০২৩/এএইচএ