1. [email protected] : anjuman : anjuman
  2. [email protected] : user : user
  3. [email protected] : Admin : Admin
  4. [email protected] : Nayan Babu : Nayan Babu
নারী ক্রিকেটারদের নিয়ে বিপিএলের পরিকল্পনা বিসিবি’র
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০২:০৭ অপরাহ্ন

নারী ক্রিকেটারদের নিয়ে বিপিএলের পরিকল্পনা বিসিবি’র

  • পোস্ট হয়েছে : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩
print sharing button

স্পোর্টস ডেস্ক: ২০১২ সালে শুরু হয়েছে ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। তবে ছেলেদের পাশাপাশি এখন নারী ক্রিকেটারদের নিয়েও মাঠে গড়াচ্ছে টি-টোয়েন্টির আসর। যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশও নারীদের ক্রিকেট নিয়ে ভাবছে নতুন করে। তাইতো এবার নারী বিপিএল আয়োজন করার পরিকল্পনা করছে বিসিবি। আগামী দুই-এক বছরের মধ্যেই মাঠে গড়াতে পারে নারী ক্রিকেটের এই টুর্নামেন্ট।

বুধবার (৩১ মে) বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘এখন এই প্রশ্নটা বিভিন্নভাবেই হচ্ছে। অনেকেরই আগ্রহ দেখা যাচ্ছে৷ এই আগ্রহ যদি অব্যাহত থাকে হয়তো ২-১ বছরের মধ্যে বাংলাদেশে নারী বিপিএল শুরু হবে।’

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগের জনপ্রিয়তার পরিপ্রেক্ষিতে একের পর এক শুরু হয়েছে বিভিন্ন টি-টোয়েন্টি ক্রিকেট আসর। শুধু পুরুষ ক্রিকেটারদের জন্যই নয়, দিনে দিনে নারীদের ক্রিকেটেও জনপ্রিয়তা পাচ্ছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। যার পরিপ্রেক্ষিতে চলতি বছরেই মাঠে গড়িয়েছে নারীদের আইপিএলের প্রথম আসর।

এদিকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার অনেক দিন কেটে গেলেও বাংলাদেশ নারী দল এখনও কোনো টেস্ট ম্যাচ খেলেনি। সে কারণে ঘরোয়া ক্রিকেটে সাদা বলের ক্রিকেট শুরুর পাশাপাশি বয়সভিত্তিক দলের কার্যক্রমও বাড়িয়েছে বিসিবি। নাদেল বলেন, ‘বিগত কিছু দিনে আমরা প্রচুর টুর্নামেন্ট শুরু করেছি। বয়সভিত্তিক ক্রিকেট, বিভাগীয় পর্যায়ে টুর্নামেন্ট…আমরা স্কুল ক্রিকেট শুরু করতে যাচ্ছি। টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর আমাদের আক্ষেপ ছিল আমরা দীর্ঘ সংস্করণের ক্রিকেটে খেলছি না। এবার সেটা কেটেছে। চারটি দল নিয়ে আমরা দুই দিনের ম্যাচের টুর্নামেন্ট শুরু করেছি।’

নারী দলকে পুরুষ দলের মতো গুরুত্ব দেয়া হয় না, এমন অভিযোগ আছে বিসিবির বিরুদ্ধে। কিন্তু বিসিবির নারী উইংয়ের প্রধান নাদেলের দাবি, পুরুষ দলের চেয়ে কার্যক্রমে পিছিয়ে নেই নারী দলও।

তিনি বলেন, ‘খুলনায় যেটা হলো। আগামী বছর বা পরবর্তী সময়ে যেটা করব, সেখানে হয়তো দলের সংখ্যা বাড়তে পারে এবং টুর্নামেন্টের ব্যাপ্তিও বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে। এই কারণে এখন কিন্তু নারী ক্রিকেট, আগের ওই এক-দুইটা টুর্নামেন্ট বা দুই-একটা সফরের মধ্যে সীমাবদ্ধ নয়। আমাদের কার্যক্রম এখন কোনো অংশে কম নয়।’

বিজনেস আওয়ার/১ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:

শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো সংবাদ