ঢাকা , শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ১১ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ইসলাম অক্সিজেনের আইপিও বাতিল

  • পোস্ট হয়েছে : ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩
  • 72

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করতে চাওয়া ইসলাম অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বিজনেস আওয়ারকে বলেন, ইসলাম অক্সিজেন কর্তৃপক্ষ আর্থিক হিসাবে অতিমূল্যায়িত করে সম্পদ দেখিয়েছে। এছাড়া বিক্রির বিপরীতে প্রমাণাদি দেখাতে পারেনি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ফাঁকি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এসব বিবেচনায় কোম্পানিটির আইপিও আবেদন বাতিল করে দিয়েছে কমিশন।

উল্লেখ্য, ইসলাম অক্সিজেন কর্তৃপক্ষ শেয়ারবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৯৩ কোটি টাকা উত্তোলন করতে চেয়েছিল। এজন্য কোম্পানিটির ২০২১ সালের ২৫ অক্টোবর রোড শো’র আয়োজন করা হয়েছিল। এ কোম্পানিটিকে শেয়ারবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্বে ছিল সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

তবে পেছনে থেকে মূলত ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছে বিতর্কিত শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট। যে প্রতিষ্ঠানটি এরইমধ্যে কয়েকটি কোম্পানিকে ভূয়া আর্থিক হিসাব দিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত করেছে।

বিজনেস আওয়ার/০১ জুন, ২০২৩/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

সেরা ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে ‘ডিএইচএল-ডেইলি স্টারবিজনেস অ্যাওয়ার্ড’ পেলো ওয়ালটন

ইসলাম অক্সিজেনের আইপিও বাতিল

পোস্ট হয়েছে : ০৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করতে চাওয়া ইসলাম অক্সিজেনের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসইসির নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বিজনেস আওয়ারকে বলেন, ইসলাম অক্সিজেন কর্তৃপক্ষ আর্থিক হিসাবে অতিমূল্যায়িত করে সম্পদ দেখিয়েছে। এছাড়া বিক্রির বিপরীতে প্রমাণাদি দেখাতে পারেনি ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট ফাঁকি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এসব বিবেচনায় কোম্পানিটির আইপিও আবেদন বাতিল করে দিয়েছে কমিশন।

উল্লেখ্য, ইসলাম অক্সিজেন কর্তৃপক্ষ শেয়ারবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৯৩ কোটি টাকা উত্তোলন করতে চেয়েছিল। এজন্য কোম্পানিটির ২০২১ সালের ২৫ অক্টোবর রোড শো’র আয়োজন করা হয়েছিল। এ কোম্পানিটিকে শেয়ারবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে ছিল জনতা ক্যাপিটাল অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্বে ছিল সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড।

তবে পেছনে থেকে মূলত ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করেছে বিতর্কিত শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট। যে প্রতিষ্ঠানটি এরইমধ্যে কয়েকটি কোম্পানিকে ভূয়া আর্থিক হিসাব দিয়ে শেয়ারবাজারে তালিকাভুক্ত করেছে।

বিজনেস আওয়ার/০১ জুন, ২০২৩/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: