করোনাভাইরাসে আগের বছরের একইসময়ের তুলনায় ২০২০ সালের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর ৩৮৩ কোটি টাকার নিট মুনাফা কমেছে। যেখানে আগের বছরের প্রথমার্ধে নিট মুনাফা বেড়েছিল প্রায় সাড়ে ৭০০ কোটি টাকা বা ২৭ শতাংশ।
ব্যাংকগুলোর ২০২০ সালের প্রথমার্ধের অনিরীক্ষিত সমন্বিত আর্থিক হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।
২০১৯ সালের আগস্ট মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর পরিশোধিত মূলধনের পরিমাণ ছিল ৩০ হাজার ৯৬ কোটি ৯৮ লাখ টাকা। যা চলতি বছরে ঘোষিত বোনাস শেয়ারের কারনে বর্তমানে বেড়ে দাড়িঁয়েছে ৩০ হাজার ৮৯৬ কোটি ৪৯ লাখ টাকা। এ হিসাবে মূলধন বেড়েছে ৭৯৯ কোটি ৫১ লাখ টাকা বা ২.৬৬ শতাংশ। তবে করোনাভাইরাসের কারনে এখনো কিছু ব্যাংকের বোনাস শেয়ার দেওয়া বাকি রয়েছে। সেগুলোর প্রদানের মাধ্যমে মূলধন আরও বাড়বে।
অন্যদিকে ব্যাংকগুলোর মূলধন বাড়লেও করোনাভাইরাসের কারনে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথমার্ধে নিট মুনাফা কমেছে ৩৮৩ কোটি ৪৫ লাখ টাকা বা ১০.৮৪ শতাংশ। ব্যাংকগুলোর চলতি বছরের প্রথমার্ধের ব্যবসায় ৩ হাজার ১৫৫ কোটি ১৯ লাখ টাকা নিট মুনাফা হয়েছে। যার পরিমাণ ২০১৯ সালের প্রথমার্ধে ছিল ৩ হাজার ৫৩৮ কোটি ৬৪ লাখ টাকা।
দেখা গেছে, আগের বছরের একই সময়ের তুলনায় ২০২০ সালের প্রথমার্ধে ১২টি বা ৪০ শতাংশ ব্যাংকের নিট মুনাফা বেড়েছে। আর ১৭টি বা ৫৬.৬৭ শতাংশ ব্যাংকের মুনাফা কমেছে। বাকি ১টি বা ৩.৩৩ শতাংশ ব্যাংকের লোকসান বেড়েছে।
তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৩১২ কোটি ৩৫ লাখ টাকা মুনাফা হয়েছে ইসলামী ব্যাংকের। এরপরে ২১৬ কোটি ৪১ লাখ টাকা নিয়ে দ্বিতীয় অবস্থানে উঠেছে ডাচ-বাংলা ব্যাংক। তৃতীয় অবস্থানে নেমে যাওয়া সাউথইস্ট ব্যাংকের নিট মুনাফা হয়েছে ১৮৯ কোটি ৬২ লাখ টাকার।
আরও পড়ুন….
লেনদেন ৫ হাজার কোটিতে নিতে কাজ করতে হবে-বিএসইসি চেয়ারম্যান
চলতি বছরের প্রথমার্ধে একমাত্র আইসিবি ইসলামিক ব্যাংক লোকসান করে সবার তলানিতে রয়েছে। ব্যাংকটির ২১ কোটি ৭ লাখ টাকা লোকসান হয়েছে। এরপরে সবচেয়ে কম মুনাফা হয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংকের। এ সময় ব্যাংকটির ৫ কোটি ৭২ লাখ টাকা মুনাফা হয়েছে। আর ১৪ কোটি ৫৩ লাখ টাকা মুনাফা নিয়ে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে এবি ব্যাংক ও ১৫ কোটি ২০ লাখ টাকা নিয়ে তৃতীয় সর্বনিম্ন অবস্থানে রয়েছে রূপালি ব্যাংক।
নিম্নে শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলোর নিট মুনাফা ও পরিশোধিত মূলধনের পরিমাণ তুলে ধরা হল-
ব্যাংকের নাম | ২০২০ সালের প্রথমার্ধের মুনাফা (কোটি টাকা) | ২০১৯ সালের প্রথমার্ধের মুনাফা (কোটি টাকা) | পরিশোধিত মূলধন (কোটি টাকা) (২০২০) | পরিশোধিত মূলধন (কোটি টাকা) (২০১৯) |
ইসলামী ব্যাংক | ৩১২.৩৫ | ৩৩০.০৫ | ১৬১০ | ১৬১০ |
ডাচ-বাংলা ব্যাংক | ২১৬.৪১ | ১৯১.৫০ | ৫৫০ | ৫০০ |
সাউথইস্ট ব্যাংক | ১৮৯.৬২ | ২৬০.৫৬ | ১১৫৯.৯৪ | ১১৫৯.৯৪ |
ব্যাংক এশিয়া | ১৬০.২৪ | ১২৩.৫৯ | ১১৬৫.৯১ | ১১৬৫.৯১ |
ইস্টার্ন ব্যাংক | ১৫৭.৬০ | ১৫৮.৩০ | ৮১১.৮০ | ৮১১.৮০ |
যমুনা ব্যাংক | ১৫৫.৩৪ | ১৩৩.৩৬ | ৭৪৯.২৩ | ৭৪৯.২৩ |
পূবালি ব্যাংক | ১৪৭.৫৬ | ২২২.২৮ | ১০২৮.২৯ | ১০২৮.২৯ |
এক্সিম ব্যাংক | ১৪১.৫৪ | ৭৯.০৯ | ১৪১২.২৫ | ১৪১২.২৫ |
ট্রাস্ট ব্যাংক | ১২৮.৫৪ | ১০৮.৪৪ | ৬৪৩.৩০ | ৬১২.৬৬ |
ব্র্যাক ব্যাংক | ১১৬.৮৯ | ২৫৩.৪৩ | ১৩২৫.৮৮ | ১২৩৩.৩৮ |
এনসিসি ব্যাংক | ১১০.৭৩ | ১১৫.৫৮ | ৯২৭.৩৮ | ৯২৭.৩৮ |
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক | ১০৮.৮৪ | ৯০.০৬ | ৭৩৮.৬৩ | ৬৬৯.৯৩ |
দি সিটি ব্যাংক | ১০৬.৮১ | ১৯৪.১৩ | ১০১৬.৩৯ | ১০১৬.৩৯ |
ন্যাশনাল ব্যাংক | ১০৬.১২ | ১১০.৪৭ | ২৯২০.৪০ | ২৯২০.৪০ |
শাহজালাল ব্যাংক | ১০২.৮৪ | ১০৫.১২ | ৯৮০.০৯ | ৯৩৩.৪২ |
মার্কেন্টাইল ব্যাংক | ১০০.৭৮ | ১৬৭.৭৫ | ৯৮৪.০২ | ৯৩৭.১৬ |
প্রিমিয়ার ব্যাংক | ৯৩.৩৯ | ১২৩.৪৫ | ৯৭০.৩০ | ৯২৪.০৯ |
আল-আরাফাহ ব্যাংক | ৮৯.৯৮ | ৫৪.৪৭ | ১০৬৪.৯০ | ১০৬৪.৯০ |
ইউসিবি ব্যাংক | ৮৮.২৬ | ১৩৩.৩৫ | ১১৫৯.৫৪ | ১১৫৯.৫৪ |
ওয়ান ব্যাংক | ৮৬.৪৯ | ৩৮.৯৩ | ৮৪৩.১৯ | ৮৪৩.১৯ |
আইএফআইসি ব্যাংক | ৮৬.৫৬ | ১৪৮.৭১ | ১৬১৯.৮৭ | ১৪৭২.৬১ |
উত্তরা ব্যাংক | ৮১.৫৩ | ১০২.০২ | ৫০১.৯৪ | ৪০৮.০৮ |
ফার্স্ট সিকিউরিটি ব্যাংক | ৭৭.৬২ | ৮১.৯৪ | ৯৪৮.৭৬ | ৮৬২.৫১ |
ঢাকা ব্যাংক | ৭৫.৪৭ | ৬৪.৮৪ | ৮৯৫.৮৭ | ৮৫৩.২১ |
প্রাইম ব্যাংক | ৫৪.৬১ | ১০১.৯১ | ১১৩২.২৮ | ১১৩২.২৮ |
সোশ্যাল ইসলামী ব্যাংক | ৪৪.৬৯ | ৩৪.৬৩ | ৮৯৩.৩৪ | ৮৯৩.৩৪ |
রূপালি ব্যাংক | ১৫.২০ | ১০.৫২ | ৪১৪.১৭ | ৪১৪.১৭ |
এবি ব্যাংক | ১৪.৫৩ | ১১.৩৭ | ৭৫৮.১৩ | ৭৫৮.১৩ |
স্ট্যান্ডার্ড ব্যাংক | ৫.৭২ | ৮.২৩ | ১০০৫.৯৯ | ৯৫৮.০৯ |
আইসিবি ব্যাংক | (২১.০৭) | (১৯.৪৪) | ৬৬৪.৭০ | ৬৬৪.৭০ |
মোট-৩০টি ব্যাংক | মোট- ৩১৫৫.১৯ কোটি টাকা | মোট-৩৫৩৮.৬৪ কোটি টাকা | মোট-৩০৮৯৬.৪৯ কোটি টাকা | মোট-৩০০৯৬.৯৮ কোটি টাকা |
তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ন্যাশনাল ব্যাংকের সবচেয়ে বেশি পরিশোধিত মূলধন রয়েছে। ব্যাংকটির ২ হাজার ৯২০ কোটি ৪০ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ ১ হাজার ৬১৯ কোটি ৮৭ লাখ টাকার পরিশোধিত মূলধন রয়েছে আইএফআইসি ব্যাংকের। আর ১ হাজার ৬১০ কোটি টাকার পরিশোধিত মূলধন নিয়ে তৃতীয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক।
বর্তমানে ১৩টি ব্যাংকের পরিশোধিত মূলধন ১ হাজার কোটি টাকার উপরে রয়েছে। ব্যাংকগুলো হল- ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ইসলামী ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সিটি ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, পূবালি ব্যাংক, ব্যাংক এশিয়া, প্রাইম ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক।
বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২০/আরএ