ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা

  • পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • 59

মোহাম্মদ আনিসুজ্জামান : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে। তবে উত্থান হয়েছে প্রধান সূচক সিএএসপিআই। বাজার মূলধন বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। কোম্পানিরগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।

সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৯ হাজার ৩০০ কোটি ৪৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭৭ লাখ ৫৭ হাজার ৩৪০ কোটি ৮ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৬০ কোটি ৩৫ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৫ কোটি ৬৫ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৩ কোটি ৮২ লাখ টাকা। তালিকাভুক্ত ৩৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, দর কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানির।

প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই দশমিক ৬৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৭৫৫ দশমিক ৯৩ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৯ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৬০ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৮৮ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৯ দশমিক ৪৩ পয়েন্টে, ১১ হাজার ২১৯ দশমিক ৪৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৮ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া সিএসই৩০ সূচক দশমিক শূন্য ২ শতাংশ কমে দাঁড়ায় ১৩ হাজার ৪০৫ দশমিক ৭৪ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৭০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। এছাড়া বি ক্যাটাগরির ১০ শতাংশ, জেড ক্যাটাগরির ১০ শতাংশ এবং এন ক্যাটাগরির ১০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দি ইবনে সিনা ফার্মার শেয়ার। একাই ৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া মেট্রো স্পিনিংয়ের (বি ক্যাটাগরি) ৩ কোটি ৩৬ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৩ কোটি ১৯ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিমের ৩ কোটি ২ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২ কোটি ৮০ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের (এন ক্যাটাগরি) ২ কোটি ৭১ লাখ টাকা, বেক্সিমকোর ২ কোটি ১৪ লাখ টাকা, বিডি শিপিং কর্পোরেশনের ২ কোটি ৮ লাখ টাকা, এমারেল্ড অয়েলের (জেড ক্যাটাগরি) ১ কোটি ৮৭ লাখ টাকা এবং ইউনিক হোটেলের ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/৩ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

মূলধন বেড়েছে ২ হাজার কোটি টাকা

পোস্ট হয়েছে : ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

মোহাম্মদ আনিসুজ্জামান : চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বিদায়ী সপ্তাহে (রবিবার থেকে বৃহস্পতিবার) লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় কমেছে। তবে উত্থান হয়েছে প্রধান সূচক সিএএসপিআই। বাজার মূলধন বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা। কোম্পানিরগুলোর শেয়ার দর পতনের চেয়ে উত্থান বেশি হয়েছে।

সিএসইর সূত্র মতে, বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস গত বৃহস্পতিবার মূলধন দাঁড়ায় ৭ লাখ ৫৯ হাজার ৩০০ কোটি ৪৩ লাখ টাকায়। আগের সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়িয়েছিল ৭৭ লাখ ৫৭ হাজার ৩৪০ কোটি ৮ লাখ টাকায়। এক সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন বেড়েছে ১ হাজার ৯৬০ কোটি ৩৫ লাখ টাকা।

গত সপ্তাহে লেনদেন হয়েছে ৮১ কোটি ৮৩ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৫ কোটি ৬৫ লাখ টাকা। এক সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ১৩ কোটি ৮২ লাখ টাকা। তালিকাভুক্ত ৩৩৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে শেয়ার দর বেড়েছে ১০০টির, দর কমেছে ৭১টির ও অপরিবর্তিত রয়েছে ১৬৫টি কোম্পানির।

প্রধান সূচক সিএএসপিআই উত্থানে লেনদেন শেষ হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সিএএসপিআই দশমিক ৬৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৮ হাজার ৭৫৫ দশমিক ৯৩ পয়েন্টে। সিএসই৫০ সূচক দশমিক শূন্য ৯ শতাংশ, সিএসইসিএক্স সূচক দশমিক ৬০ শতাংশ এবং সিএসআই সূচক দশমিক ৮৮ শতাংশ বেড়ে দাঁড়ায় যথাক্রমে ১ হাজার ৩১৯ দশমিক ৪৩ পয়েন্টে, ১১ হাজার ২১৯ দশমিক ৪৪ পয়েন্টে এবং ১ হাজার ১৭৮ দশমিক ১৯ পয়েন্টে। এছাড়া সিএসই৩০ সূচক দশমিক শূন্য ২ শতাংশ কমে দাঁড়ায় ১৩ হাজার ৪০৫ দশমিক ৭৪ পয়েন্টে।

গেল সপ্তাহে এ ক্যাটাগরির ৭০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। এছাড়া বি ক্যাটাগরির ১০ শতাংশ, জেড ক্যাটাগরির ১০ শতাংশ এবং এন ক্যাটাগরির ১০ শতাংশ কোম্পানির শেয়ার টপটেন লেনদেনে অবস্থান করেছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দি ইবনে সিনা ফার্মার শেয়ার। একাই ৪ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এছাড়া মেট্রো স্পিনিংয়ের (বি ক্যাটাগরি) ৩ কোটি ৩৬ লাখ টাকা, বাংলাদেশ সাবমেরিন কেবলসের ৩ কোটি ১৯ লাখ টাকা, লার্ফাজ-হোল্ডসিমের ৩ কোটি ২ লাখ টাকা, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ২ কোটি ৮০ লাখ টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংকের (এন ক্যাটাগরি) ২ কোটি ৭১ লাখ টাকা, বেক্সিমকোর ২ কোটি ১৪ লাখ টাকা, বিডি শিপিং কর্পোরেশনের ২ কোটি ৮ লাখ টাকা, এমারেল্ড অয়েলের (জেড ক্যাটাগরি) ১ কোটি ৮৭ লাখ টাকা এবং ইউনিক হোটেলের ১ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বিজনেস আওয়ার/৩ মে, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: