আন্তর্জাতিক ডেস্ক: শুধু স্পর্শকাতর মানবিক অনুভূতিগুলোর জন্য পৃথিবীতে একমাত্র জীব মানুষই শ্রেষ্ঠত্বের মুকুট পরে আছে। সত্যিই যে মানুষ এর যোগ্য, তা আবারও প্রমাণ মিলল মাতৃত্বের এক হৃদয়বিদারক ঘটনা থেকে। নিঃসন্তান বোনকে মাতৃত্বের স্বাদ দিতে নিজের সদ্য ভূমিষ্ঠ সন্তানকে দিয়ে দিয়েছেন এক মা। ঘটনাটি ঘটেছে ইসরায়েলের উম আল ফাহম নামক একটি স্থানে।
বিয়ের ২০ বছর পার হয়ে গেলেও মা হতে পারেননি নিদা নামের ওই নারী। এ নিয়ে তার মধ্যে সব সময় দুঃখ কাজ করত। আর সেই দুঃখ দূর করতে নিজের সন্তানকে দেওয়ার পরিকল্পনা করেন তার ৩৫ বছর বয়সী বোন মাইমুনা।
নিদা ও মাইমুনা ইসরায়েলে বসবাস করলেও তারা মূলত ফিলিস্তিনি।
মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম গালফ নিউজ শুক্রবার (২ জুন) এক প্রতিবেদনে জানিয়েছে, বড় বোন মাইমুনার এমন উদারতার কথা জানার পর পরিবারটির সঙ্গে যোগাযোগ করেন স্থানীয় সাংবাদিকরা। তাদের কাছে মাইমুনার আরেক বোন রেহাম এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন।
তিনি বলেছেন, ‘দীর্ঘ ১৯ বছরের বেশি সময় ধরে, আমার বোন নিদা মা হওয়ার চেষ্টা করেছে। নয় মাস আগে আমার আরেক বোন মাইমুনা এবং তার স্বামী নিদার কাছে আসেন এবং তারা তাদের পরবর্তী সন্তানকে নিদাকে দেবেন বলে প্রতিশ্রুতি দেন।’
মাইমুনার এর আগেই তিন সন্তান ছিল। নিদাকে এমন কথা দিয়ে আসার কয়েকদিন পরই তিনি আবারও গর্ভবতী হন। এরপর বাড়িতেই এ সন্তানটির জন্ম হয়। সদ্য ভূমিষ্ঠ সন্তানটির নাম রাখা হয়েছে আয়া।
রেহাম আরও বলেছেন, ‘আয়া আমাদের সবার জন্য একটি নিদর্শন। মাইমুনা তার নতুন শিশুকে নিদাকে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এমন সিদ্ধান্তের পর সবকিছু খুব সুন্দর এবং স্বাভাবিকভাবে হয়েছে।’
আয়ার জন্ম বাড়িতে হলেও পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বুধবার চিকিৎসা শেষে মা-মেয়েকে আবার হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হয়। হাসপাতাল থেকে মাইমুনা তার বাড়িতে চলে আসেন। অপরদিকে সদ্য ভূমিষ্ঠ আয়া তার নতুন মা নিদার সঙ্গে চলে যায়।
সূত্র: গালফ নিউজ
বিজনেস আওয়ার/০৪ জুন ২০২৩/এএইচএ