ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

শেয়ারবাজারে বড় পতন

  • পোস্ট হয়েছে : ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
  • 72

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফ্লোর প্রাইস (দর পতনের সর্বনিম্ন সীমা) আরোপের পর থেকে শেয়ারবাজারে একরকম স্থবিরতা বিরাজ করছে। এই অবস্থায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক দিনের ব্যবধানে ১০ পয়েন্টের কাছাকাছি উঠানামা করে আসছিল। কিন্তু মঙ্গলবার (০৬ জুন) ডিএসইর মূল্যসূচক বড় পরিমাণে কমেছে। এছাড়া লেনদেনেও বড় পতন হয়েছে।

মঙ্গল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩১৬ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ১১ পয়েন্ট। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২১৮৯ পয়েন্টে ও ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭২ পয়েন্টে।

এদিন ডিএসইতে ১ হাজার ৮৬ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ গতকাল হয়েছিল ১ হাজার ২৫৬ কোটি ৬৯ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫টি বা ৬.৮৭ শতাংশের। আর দর কমেছে ১৫৭টি বা ৪৩.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮২টি বা ৫০ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৮ কোটি ৫০ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩১টির, কমেছে ১০৮টির এবং পরিবর্তন হয়নি ৯২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৬৬৭ পয়েন্টে।

এর আগে সোমবার সিএসইতে ২২ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৮৭৭৭ পয়েন্টে।

বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

শেয়ারবাজারে বড় পতন

পোস্ট হয়েছে : ০৩:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : ফ্লোর প্রাইস (দর পতনের সর্বনিম্ন সীমা) আরোপের পর থেকে শেয়ারবাজারে একরকম স্থবিরতা বিরাজ করছে। এই অবস্থায় দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক দিনের ব্যবধানে ১০ পয়েন্টের কাছাকাছি উঠানামা করে আসছিল। কিন্তু মঙ্গলবার (০৬ জুন) ডিএসইর মূল্যসূচক বড় পরিমাণে কমেছে। এছাড়া লেনদেনেও বড় পতন হয়েছে।

মঙ্গল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩১৬ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ১১ পয়েন্ট। এদিন ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ৯ পয়েন্ট কমে ২১৮৯ পয়েন্টে ও ডিএসইএস সূচক ১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭২ পয়েন্টে।

এদিন ডিএসইতে ১ হাজার ৮৬ কোটি ৮৯ লাখ টাকার লেনদেন হয়েছে। যার পরিমাণ গতকাল হয়েছিল ১ হাজার ২৫৬ কোটি ৬৯ লাখ টাকার।

মঙ্গলবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৬৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫টি বা ৬.৮৭ শতাংশের। আর দর কমেছে ১৫৭টি বা ৪৩.১৩ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৮২টি বা ৫০ শতাংশের।

অপরদিকে সিএসইতে মঙ্গলবার ১৮ কোটি ৫০ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২৩১টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৩১টির, কমেছে ১০৮টির এবং পরিবর্তন হয়নি ৯২টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৬৬৭ পয়েন্টে।

এর আগে সোমবার সিএসইতে ২২ কোটি ৮৮ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছিল ১৮৭৭৭ পয়েন্টে।

বিজনেস আওয়ার/০৬ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: