বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির সমাপ্ত বছরের (জানুয়ারী-ডিসেম্বর, ২০২২ সাল) আর্থিক প্রতিবেদন প্রকাশ সংক্রান্ত পরিচালনা পর্ষদ সভার তারিখ জানিয়েছে। সভায় কোম্পানিগুলো তাদের প্রথম প্রান্তিক (জানুয়ারী-মার্চ, ২০২৩ সাল) আর্থিক প্রতিবেদনও পর্যালোচনা করবে। একই সঙ্গে পর্ষদ সদস্যরা ওইসব প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করবে।
বুধবার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। পর্ষদ সভার তারিখ ঘোষনা করা কোম্পানিগুলো হলো- প্রাইম ইন্স্যুরেন্স এবং ইউনিয়ন ইন্স্যুরেন্স। এদের মধ্যে প্রাইম ইন্স্যুরেন্সের পর্ষদ সভা আগামী ১৪ জুন বিকেল সাড়ে ৩টায় এবং ইউনিয়ন ইন্স্যুরেন্সের আগামী ১৩ জুন বিকেল ৩টায় শুরু হবে।
কোম্পানি দুটোর প্রথম প্রান্তিকসহ সমাপ্ত বছরের (জানুয়ারি-ডিসেম্বর ২০২২) আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে এদিনে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন শেষে সবার উদ্দেশ্যে প্রকাশ করা হবে। এদিনে ২০২২ বছরের সমাপ্ত বছরের লভ্যাংশ ঘোষনা আসতে পারে।
বিজনেস আওয়ার/৭ মে, ২০২৩/এমএজেড