বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত আলিফ ইন্ডাস্ট্রিজের ৩০০ কোটি টাকার বন্ড ইস্যুর জন্য আবেদনের সময় বাড়িয়েছে। বন্ডটিতে আবেদনের জন্য আরও ৬ মাস সময় বেড়েছে। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে বন্ড ইস্যুর জন্য আবেদনের সময় বাড়ানোর অনুমতি দেয়। চলতি বছরের ২৫ মে পযন্ত বন্ডটিতে আবেদন করার সময় ছিল।
৬ বছর মেয়াদি বন্ডটির ফেসভ্যালু ১ লাখ টাকা। সুদহার ধরা হয়েছে ৭ শতাংশ। বন্ডটি ১০ শতাংশ হারে নগদ ও বোনাস লভ্যাংশ ঘোষণা করতে পারবে। বন্ডটির লভ্যাংশ বছরে দুইবার বণ্টন করা হবে। বন্ডটির লভ্যাংশ বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদন করা হবে। বন্ডটিতে আবেদন করতে হলে ইউনিটহোল্ডারদের নূন্যতম ১০ লাখ টাকা বিনিয়োগ থাকতে হবে।
বিজনেস আওয়ার/৮ জুন, ২০২৩/এমএজেড