ঢাকা , মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ২২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

উত্থানেও ডিএসইর বেশিরভাগ কোম্পানির দর পতন

  • পোস্ট হয়েছে : ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩
  • 40

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন বেড়েছে লেনদেন পরিমান। লেনদেন বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার লেদেন হয়েছিল ৭৮২ কোটি ৮০ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮২টি এবং কমেছে ৯৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫২ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯২ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৮ দশমিক ৪২ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বুধবার লেদেন হয়েছিল ১৪ কোটি ৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টি এবং কমেছে ৫১টির। শেয়ার পরিবর্তন হয়নি ৭৭টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৫ দশমিক ৪৯ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩৫ পয়েন্ট, সিএসসিএক্স ৩৪ দশমিক ৭০ পয়েন্ট এবং সিএসআই সূচক ৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৪৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৯০ দশমিক ২০ পয়েন্টে, ১১ হাজার ২২২ দশমিক ৬৬ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ৯৮ পয়েন্টে।

বিজনেস আওয়ার/৮ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

উত্থানেও ডিএসইর বেশিরভাগ কোম্পানির দর পতন

পোস্ট হয়েছে : ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বৃহস্পতিবার সব ধরনের সূচক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবস চেয়ে এদিন বেড়েছে লেনদেন পরিমান। লেনদেন বেড়ে হাজার কোটি টাকা ছাড়িয়েছে। কোম্পানিগুলোর শেয়ার দর উত্থানের চেয়ে পতন বেশি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ সূত্র মতে, বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৬৩ কোটি ৭৭ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের দিন বুধবার লেদেন হয়েছিল ৭৮২ কোটি ৮০ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৮২টি এবং কমেছে ৯৭টির। শেয়ার পরিবর্তন হয়নি ১৬৮টির।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৫২ দশমিক ৮৪ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৬৭ পয়েন্ট এবং ডিএসইএস সূচক ৩ দশমিক শূন্য ৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ২ হাজার ১৯২ দশমিক ৮৮ পয়েন্টে এবং ১ হাজার ৩৭৮ দশমিক ৪২ পয়েন্টে।

অপর শেয়ারবাজার চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এদিন ২১ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। আগেরদিন বুধবার লেদেন হয়েছিল ১৪ কোটি ৭ লাখ টাকা। এদিন ডিএসইতে লেনদেন হওয়া ২০৭টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৭৯টি এবং কমেছে ৫১টির। শেয়ার পরিবর্তন হয়নি ৭৭টির। এদিন সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৬২ দশমিক ২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৬৫ দশমিক ৪৯ পয়েন্টে।

সিএসই-৫০ সূচক ১ দশমিক ৪৯ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ১২ দশমিক ৩৫ পয়েন্ট, সিএসসিএক্স ৩৪ দশমিক ৭০ পয়েন্ট এবং সিএসআই সূচক ৩ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৩১৪ দশমিক ৪৩ পয়েন্টে, ১৩ হাজার ৩৯০ দশমিক ২০ পয়েন্টে, ১১ হাজার ২২২ দশমিক ৬৬ পয়েন্টে এবং ১ হাজার ১৭৭ দশমিক ৯৮ পয়েন্টে।

বিজনেস আওয়ার/৮ জুন, ২০২৩/এমএজেড

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: