স্পোর্টস ডেস্ক: ক’দিন আগেও যিনি বার্সা ছাড়ার জন্য কর্তাদের ব্যুরোফ্যাক্সে বার্তা দেন, সেই মেসিই এবার থাকবেন প্রথম কাতারে। তাকে ঘিরেই দল গড়তে চান রোনাল্ড কোম্যানও। যদিও মেসির ইচ্ছার বিরুদ্ধেই থাকতে হচ্ছে বার্সায়। এমনকি হয়েছেন চলতি মৌসুমের দলনেতাও।
২০১৮ সালে আন্দ্রেস ইনিয়েস্তা বার্সা ছাড়ার পর দলনেতার দায়িত্ব পান লিওনেল মেসি। গতবারের মতো এবারও ভোটাভুটিতে মেসিই নির্বাচিত হলেন কাতালান ক্লাবটির ক্যাপ্টেন। মেসির অবর্তমানে দলনেতার দায়িত্ব পালন করবেন দ্বীতিয় ভোট পাওয়া সার্জিও বুসকেটস।
তবে এটাই কি মেসির শেষ ক্যাপ্টেন্সি, নাকি আরও কিছুদিন দেখা যাবে তাকে? এই উত্তর এখনই মেলানো মুশকিল। তবে চুক্তি অনুযায়ী ২০২১ সালের জুন পর্যন্ত মেসি বার্সার ফুটবলার।
এদিকে মূল মৌসুম শুরুর আগে শনিবার জিমনেস্টিকের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলে বার্সা। যেখানে ৩-১ গোলের জয় পায় কোম্যানের দল। আর মেসি মাঠে ছিলেন ৪৫ মিনিট। এদিকে আগামী ২৭ সেপ্টেম্বর থেকে ২০২০-২১ মৌসুমের আনুষ্ঠানিক লড়াই শুরু হবে বার্সার। সেদিন বার্সার অতিথি ভিয়ারিয়াল।
বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২০/এ