ঢাকা , রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজধানীতে সমাবেশের অনুমতি পেল জামায়াত

  • পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩
  • 34

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট নয়, রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১০ জুন) বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারবে জামায়াত।

তবে, ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতির বিষয়ে লিখিতভাবে কিছু দেয়া হয়নি। ফলে নেই কোন ধরনের শর্ত। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারার কথা মৌখিকভাবে জানানো হয়েছে।

বিপ্লব কুমার সরকার জানান, লিখিতভাবে কোন কিছু না জানানোয় শর্তের বিষয়টি আসেনি। লিখিত অনুমতি হলে শর্তের বিষয়টি থাকত। যেহেতু লিখিতভাবে কোন কিছু জানানো হয়নি তাই শর্তের কোন প্রশ্নই ওঠে না। তবে নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এর আগে শনিবার (১০ জুন) কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিয়েছিল অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের একটি প্রতিনিধি দল।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়েছিল দলটি। যদিও পুলিশের পক্ষ থেকে আভাস দেয়া হয়েছিল, রাস্তায় নয়, ঘরোয়া কোন স্থানে সমাবেশের অনুমতি দেয়া হতে পারে। কারণ, জামায়াতের আগের সহিংস কর্মসূচির পর এবার সমাবেশ শান্তিপূর্ণভাবে হবে কি না- তা নিয়েও অনিশ্চয়তা ছিল সবার মধ্যে।

এরপরই মধ্যরাতে এলো ‘ঘরোয়া’ সমাবেশের অনুমতির খবর।

এর আগেও ২৯ মে সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে কর্মদিবসে বিশৃঙ্খলা এড়াতে আবেদনটি নাকচ করে দেয় ডিএমপি।

বিজনেস আওয়ার/১০ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

রাজধানীতে সমাবেশের অনুমতি পেল জামায়াত

পোস্ট হয়েছে : ১২:০৭ অপরাহ্ন, শনিবার, ১০ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট নয়, রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার জামায়াতের সমাবেশের অনুমতি দেওয়ার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার (১০ জুন) বেলা ২টায় রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারবে জামায়াত।

তবে, ডিএমপির পক্ষ থেকে সমাবেশের অনুমতির বিষয়ে লিখিতভাবে কিছু দেয়া হয়নি। ফলে নেই কোন ধরনের শর্ত। শুধু ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সমাবেশ করতে পারার কথা মৌখিকভাবে জানানো হয়েছে।

বিপ্লব কুমার সরকার জানান, লিখিতভাবে কোন কিছু না জানানোয় শর্তের বিষয়টি আসেনি। লিখিত অনুমতি হলে শর্তের বিষয়টি থাকত। যেহেতু লিখিতভাবে কোন কিছু জানানো হয়নি তাই শর্তের কোন প্রশ্নই ওঠে না। তবে নিরাপত্তা ও শৃঙ্খলার ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।

এর আগে শনিবার (১০ জুন) কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ে আবেদন জমা দিয়েছিল অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর দক্ষিণের একটি প্রতিনিধি দল।

দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ওলামায়ে কেরামের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ ও মিছিল করার অনুমতি চেয়েছিল দলটি। যদিও পুলিশের পক্ষ থেকে আভাস দেয়া হয়েছিল, রাস্তায় নয়, ঘরোয়া কোন স্থানে সমাবেশের অনুমতি দেয়া হতে পারে। কারণ, জামায়াতের আগের সহিংস কর্মসূচির পর এবার সমাবেশ শান্তিপূর্ণভাবে হবে কি না- তা নিয়েও অনিশ্চয়তা ছিল সবার মধ্যে।

এরপরই মধ্যরাতে এলো ‘ঘরোয়া’ সমাবেশের অনুমতির খবর।

এর আগেও ২৯ মে সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল। তবে কর্মদিবসে বিশৃঙ্খলা এড়াতে আবেদনটি নাকচ করে দেয় ডিএমপি।

বিজনেস আওয়ার/১০ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: