ঢাকা , বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যু, চালকের আমৃত্যু কারাদণ্ড

  • পোস্ট হয়েছে : ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩
  • 90

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সড়কে পিকআপ চাপায় ৬ ভাই নিহতের ঘটনায় চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে (২৭) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় প্রয়াত বাবার শ্রাদ্ধ উপলক্ষে নয় ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

বিজনেস আওয়ার/১১ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

সর্বাধিক পঠিত

পিকআপ চাপায় ৬ ভাইয়ের মৃত্যু, চালকের আমৃত্যু কারাদণ্ড

পোস্ট হয়েছে : ০২:১৯ অপরাহ্ন, রবিবার, ১১ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারায় সড়কে পিকআপ চাপায় ৬ ভাই নিহতের ঘটনায় চালক সাহিদুল ইসলাম ওরফে সাইফুলকে (২৭) আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

রোববার (১১জুন) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজের বিচারক মোহাম্মদ ইসমাইল এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি অ্যাডভোকেট ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

গত বছরের ৮ ফেব্রুয়ারি ভোর সাড়ে পাঁচটায় চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় প্রয়াত বাবার শ্রাদ্ধ উপলক্ষে নয় ভাই-বোন শ্মশানে পূজা দিতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে পিকআপের ভ্যানের ধাক্কায় পাঁচ ভাই নিহত হন। পরে আহত আরেক ভাই রক্তিম শীল ২২ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় নিহতদের ভাই পল্লব সুশীল বাদী হয়ে চকরিয়া থানায় মামলা করেন। মামলার তদন্তভার প্রথমে হাইওয়ে পুলিশকে দেওয়া হলেও পরে পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

বিজনেস আওয়ার/১১ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: