বিজনেস আওয়ার প্রতিবেদক : সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (১১ জুন) পতন হয়েছে দেশের ঊভয় শেয়ারবাজারে। এদিন কমেছে আর্থিক লেনদেনের পরিমাণ। এছাড়া দর বৃদ্ধির তুলনায় কমেছে বেশি সংখ্যক কোম্পানির শেয়ার ও ইউনিট দর।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৬৩৪২ পয়েন্টে। আগের দিন এই সূচক বেড়েছিল ১৪ পয়েন্ট। আজ ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট কমে ২১৯১ পয়েন্টে ও ডিএসইএস সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৮ পয়েন্টে।
রবিবার ডিএসইতে ১ হাজার ৩০ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের কার্যদিবস হয়েছিল ১ হাজার ৬৩ কোটি ৭৮ লাখ টাকার।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৪টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ২৫টি বা ১৮.০৮ শতাংশের। আর দর কমেছে ১১৪টি বা ৩২.২০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ১৭৬টি বা ৪৯.৭২ শতাংশের।
অপরদিকে সিএসইতে রবিবার ২১ কোটি ৫৫ লাখ টাকা শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ২০২টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫২টির, কমেছে ৭৪টির এবং পরিবর্তন হয়নি ৭৬টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮৭৪২ পয়েন্টে।
এর আগে বৃহস্পতিবার সিএসইতে ২১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল। ওইদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬২ পয়েন্ট বেড়েছিল।
বিজনেস আওয়ার/১১ জুন, ২০২৩/এমএজেড