বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্যে দিয়ে ডিজিটাল প্লাটফর্মে গত রবিবার ২৪তম বার্ষিক সাধারন সভা (এজিএম) সম্পন্ন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস। এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২২ (জানুয়ারী – ডিসেম্বর) সমাপ্ত বছরের জন্য ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট সহ মোট ৫টি এজেন্ডা অনুমোদন হয়।
অন্য এজেন্ডাগুলো হলো- ওই সমাপ্ত বছরের আর্থিক বিবরনী অনুমোদন, পরিচালক মনোনয়ন, নিরীক্ষক নিয়োগ ও সন্মানি, ব্যবসার উন্নয়নে আগাম অনুমতি। এছাড়া সভায় কোম্পানির স্বার্থ সংশ্লিষ্ট ৮টি বিশেষ এজেন্ডা অনুমোদন হয়েছে। এর মধ্যে উল্লেখ্যযোগ্য কোম্পানির নামে কিছুটা পরিবর্তন এবং কোম্পানির প্রচলিত ব্যবসার পাশাপাশি ইসলামী শরিয়া ভিত্তিক ব্যবসার অনুমোদন।
কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান সভার সভাপতিত্ব করেন। জুমে উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক, উদ্যোগক্তা, ব্যবস্থাপনা পরিচালক, অডিট কমিটির চেয়ারম্যানসহ শেয়ারহোল্ডাররা। সভার কার্যক্রম পরিচালনা করেন কোম্পানি সচিব মো. সরোয়ার কামাল।
ন্যাশনাল হাউজিং প্রধানত গৃহ ঋণ ব্যবসার সঙ্গে জড়িত। কোম্পানিটির ২০২২ সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ২৫ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৯ টাকা ৪০ পয়সা।
উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০৯ সালে তালিকাভূক্তি হয়। এর অনুমোদিত মূলধন ২০০ কোটি ;টাকা এবং পরিশোধিত মূলধন ১১৭ কোটি ৩ লাখ ১০ হাজার টাকা। কোম্পিানির শেয়ার সংখ্যা ১১ কোটি ৭০ লাখ ৩১ হাজার ২০০টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৫০ দশমিক ৫৭ শতাংশ, সরকারি ৯ দশমিক ৩৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক পরিচালকদের ১১ দশমিক ৩৫ শতাংশ ও সাধারন বিনিয়োগকারী ২৮ দশমিক ৭৪ শতাংশ। বর্তমানে কোম্পানিটির শেয়ার প্রতি দর ৪২ টাকা।
বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২৩/এমএজেড