বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইয়াকিন পলিমারের কর্পোরেট অফিসে চলতি বছরের ২ জুন দুর্ঘটনা ঘটে। এতে ভবনটির বৈদ্যুতিক লাইনে ক্ষতিগ্রস্ত। সেখানে অফিসের কার্যক্রম চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়ে। তাই কার্যক্রম স্বাভাবিকভাবে চালিয়ে যেতে বর্তমানে কোম্পানিটি ঢাকার মিরপুরে অস্থায়ীভাবে অফিস নিয়েছে।
ইয়াকিন পলিমারের কর্পোরেট অফিস রূপায়ন শেলফরড টাওয়ার শ্যামলী মোহাম্মদপুরে ছিল। দূর্ঘটনায় কোম্পানির অফিসের ক্ষয়ক্ষতি না হলেও ওই ভবনের বৈদ্যুতিক লাইনে ক্ষতিগ্রস্ত হয়। এতে ইন্টারনেট কানেকশন সহ সিডিবিএল লাইন বিছিন্ন হয়। বর্তমানে ভবনটিতে বিদ্যুৎ লাইন বিছিন্ন। একই সঙ্গে ভবনের লিফট সার্ভিসসহ অন্যান্য সেবা বন্ধ। যা আগামী ১ মাস বন্ধ থাকবে।
কোম্পানিটির কারখানা সাতক্ষীরায় প্রতিদিনের কাজ চালু রয়েছে। কোম্পানিটি ঢাকা মিরপুরে ১৪, ব্লক-ডি, রোড ৪ অস্থায়ীভাবে অফিস থেকে কাজ করবে। যেকোনো প্রয়োজনে ০১৫৫২৩৫৬৬৭৮ এবং ০১৭১৫০২০০৬৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
একই প্রসঙ্গে কোম্পানির চীফ ফাইন্যান্স অফিসার (সিএফও) মাহমুদুল হাসান মুঠোফোনে বলেন, দুর্ঘটনায় রুপায়ন শেলফরড টাওয়ারে অনেক ক্ষতি হয়েছে। তবে আমাদের অফিসের ফ্লোরে কোন ক্ষতি হয়নি। ক্ষতি মধ্যে আমাদের অফিসের প্রয়োজনীয় কাজ পত্র পানিতে নষ্ট হয়েছে।
সব ধরনের সেবা বন্ধ জানিয়ে তিনি বলেন, ভবনটির বৈদ্যুতিক লাইনে মেরামত চলছে। আমাদের অফিসের কাজ চালিয়ে যেতে মিরপুরে অস্থায়ী অফিস নেওয়া হয়েছে।
বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২৩/এমএজেড