ঢাকা , রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপির নেতা রইচ আহমেদ মারা গেছেন

  • পোস্ট হয়েছে : ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩
  • 64

বিজনেস আওয়ার প্রতিবেদক: রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ঠিকাদার ও সংগঠক রইচ আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

রইচ আহমেদ রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদলের সাবেক সভাপতি। এছাড়া তিনি রংপুর সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও রংপুর জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

রইচ আহমেদ রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন পরে জোটগত কারণে প্রার্থিতা প্রত্যাহার করেন।

তার জানাজার নামাজ মঙ্গলবার বাদ আছর নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার দাফনকার্য মুন্সিপাড়া কবরস্থানে সুসম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে দুপুর ২টার দিকে তার মরদেহ রংপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে নেওয়া হবে। সেখানে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিকে রংপুরে বিএনপি নেতা রইচ আহমেদের মৃত্যুতে জেলা ও মহানগরসহ দলের তৃণমূল পর্যায়ে শোকের ছায়া নেমে এসেছে। দলের নেতাকর্মীরা তার জুম্মাপাড়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন। তার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও রংপুর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ রংপুর বিভাগের জেলা উপজেলার নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মহরুমের রুহের মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও ধর্মীয় সংগঠনের নেতারা।

বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

বিএনপির নেতা রইচ আহমেদ মারা গেছেন

পোস্ট হয়েছে : ০১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জুন ২০২৩

বিজনেস আওয়ার প্রতিবেদক: রংপুর মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ঠিকাদার ও সংগঠক রইচ আহমেদ মারা গেছেন। মঙ্গলবার (১৩ জুন) সকাল সাড়ে ৭টায় রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

রইচ আহমেদ রংপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ও রংপুর জেলা যুবদলের সাবেক সভাপতি। এছাড়া তিনি রংপুর সুপার মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি ও রংপুর জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

রইচ আহমেদ রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি কর্পোরেশন) আসনের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পেয়েছিলেন পরে জোটগত কারণে প্রার্থিতা প্রত্যাহার করেন।

তার জানাজার নামাজ মঙ্গলবার বাদ আছর নগরীর জুম্মাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার দাফনকার্য মুন্সিপাড়া কবরস্থানে সুসম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। এর আগে দুপুর ২টার দিকে তার মরদেহ রংপুর জেলা ও মহানগর বিএনপির কার্যালয়ে নেওয়া হবে। সেখানে দলীয় নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করবেন।

এদিকে রংপুরে বিএনপি নেতা রইচ আহমেদের মৃত্যুতে জেলা ও মহানগরসহ দলের তৃণমূল পর্যায়ে শোকের ছায়া নেমে এসেছে। দলের নেতাকর্মীরা তার জুম্মাপাড়ার বাড়িতে ভিড় জমাচ্ছেন। তার মৃত্যুর খবর পেয়ে বাড়িতে ছুটে যান বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেনসহ কেন্দ্রীয় ও রংপুর বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির কেন্দ্রীয় নেতারাসহ রংপুর বিভাগের জেলা উপজেলার নেতারা গভীর শোক প্রকাশ করেছেন।

এছাড়াও রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন। তারা মহরুমের রুহের মাগফেরাত কামনা সহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এছাড়াও শোক প্রকাশ করেছেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী ও ধর্মীয় সংগঠনের নেতারা।

বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২৩/এএইচএ

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: