বিজনেস আওয়ার প্রতিবেদক: জমিসংক্রান্ত বিরোধ নিয়ে কুমিল্লায়র দাউদকান্দিতে আমির হোসেন নামের ৭০ বছরের এক বৃদ্ধকে নৃশংসভাবে কোদালের পেছনের অংশ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন নাসিম (৫৫) নামের এক পল্লী চিকিৎসক। বৃদ্ধ আমিরকে পেটানোর একটি সিসিটিভির ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
মঙ্গলবার (১৩ জুন) ভোরে জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ ইউনিয়নের টামটা এলাকায় এ ঘটনা ঘটে। কোদাল দিয়ে কুপিয়ে জখম হওয়া বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হন।
বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন ভূইয়া। এ ঘটনায় হত্যাকারী পল্লী চিকিৎসক নাসিমসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হুইল চেয়ারে বসে আছেন বৃদ্ধ আমির হোসেন। এসময় পল্লী চিকিৎসক নাসিম এসে কোদালের পেছনের অংশ দিয়ে তাকে পেটাতে থাকেন। একপর্যায়ে আমির হোসেন চেয়ার থেকে মাটিতে পড়ে গেলেও পেটানো থামেননি নাসিম। ভাইরাল ওই ভিডিওতে ব্যাপক হারে মন্তব্য করে নিজেদের ক্ষোভ ঝাড়ছেন ফেসবুক ব্যবহারকারীরা।
ওসি আলমগীর হোসেন ভূইয়া বলেন, ভিডিওটি পুলিশের নজরে আসার পর অভিযান চালানো হয়। এসময় হত্যাকারী নাসিমসহ মোট ৫ জনকে আটক করা হয়েছে। বৃদ্ধ আমির হোসেন পল্লী চিকিৎসক নাসিরের প্রতিবেশী এবং তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই ছিলেন। জমিসংক্রান্ত বিরোধের কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২৩/এএইচএ