বিজনেস আওয়ার প্রতিবেদক : এসএমই খাতে লেনদেন শুরু হওয়ার পর থেকেই টানা বাড়ছে আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের শেয়ার দর। কোম্পানিটির শেয়ার গত ২৯ মে লেনদেন থেকে প্রতিদিন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় দর বেড়ে হল্টেড বা বিক্রেতা শূন্য হয়ে পড়ছে । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ১ ফেব্রুয়ারি এসএমই খাতে আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের কিউআইওর অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরপরে ৭ মে থেকে ১১ মে পর্যন্ত কোম্পানিটির আবেদন গ্রহণ শুরু হয়েছিল। কোম্পানিটি কিউআইওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ৫০ লাখ শেয়ার ইস্যুর মাধ্যমে ৫ কোটি টাকা উত্তোলন করে।
এরপরে গত ২৯ মে ১০ টাকা নিয়ে লেনদেন শুরু হয় আল-মদিনার। যা ১৩ জুন লেনদেন শেষে বেড়ে হয়েছে ৩০.৯০ টাকায়। অর্থাৎ ১২ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২০.৯০ টাকা বা ২০৯ শতাংশ।
উল্লেখ্য, কোম্পানিটি উত্তোলিত ৫ কোটি টাকা দিয়ে ব্যবসা সম্প্রসারন, ঋন পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনার খরচ খাতে ব্যয় করবে। কোম্পানিটির শেয়ার লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।
বিজনেস আওয়ার/১৩ জুন, ২০২৩/এমএজেড