ঢাকা , শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ২৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘নো’ ডিভিডেন্ড ইস্যুতে এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ডেকেছে বিএসইসি

  • পোস্ট হয়েছে : ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
  • 70


বিজনেস আওয়ার প্রতিবেদক : ভালো মুনাফা সত্ত্বেও তালিকাভুক্তির প্রথম বছরেই ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করায় এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে আগামিকাল (১৫ সেপ্টেম্বর) সকালে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে কমিশন কঠোর অবস্থানে যাবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বিএসইসির এক উচ্চপদস্থ কর্মকর্তা বিজনেস আওয়ারকে বলেন, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ‘নো’ ডিভিডেন্ড ঘোষণার বিষয়টি শুনে কমিশন হতবাক। শেয়ারপ্রতি ১.৩১ টাকা মুনাফা সত্ত্বেও ‘নো’ ডিভিডেন্ড ঘোষণাকে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা মনে করছে কমিশন। একইসঙ্গে কমিশন এ ব্যাপারে কঠিন অবস্থানে যাবে। কাল সকালেই এ বিষয়ে কমিশনের কঠিন সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে আজ (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা শেয়ারবাজারের ইতিহাসে বিরল ঘটনা।

জানা গেছে, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০৪ টাকায়।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে গত ২৪ আগস্ট। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের জন্য শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়েছে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২০/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান:
ট্যাগ :

One thought on “‘নো’ ডিভিডেন্ড ইস্যুতে এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ডেকেছে বিএসইসি

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার মেইলে তথ্য জমা করুন

‘নো’ ডিভিডেন্ড ইস্যুতে এক্সপ্রেস ইন্স্যুরেন্সকে ডেকেছে বিএসইসি

পোস্ট হয়েছে : ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০


বিজনেস আওয়ার প্রতিবেদক : ভালো মুনাফা সত্ত্বেও তালিকাভুক্তির প্রথম বছরেই ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করায় এক্সপ্রেস ইন্স্যুরেন্স কর্তৃপক্ষকে আগামিকাল (১৫ সেপ্টেম্বর) সকালে ডেকেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ বিষয়ে কমিশন কঠোর অবস্থানে যাবে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

বিএসইসির এক উচ্চপদস্থ কর্মকর্তা বিজনেস আওয়ারকে বলেন, এক্সপ্রেস ইন্স্যুরেন্সের ‘নো’ ডিভিডেন্ড ঘোষণার বিষয়টি শুনে কমিশন হতবাক। শেয়ারপ্রতি ১.৩১ টাকা মুনাফা সত্ত্বেও ‘নো’ ডিভিডেন্ড ঘোষণাকে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা মনে করছে কমিশন। একইসঙ্গে কমিশন এ ব্যাপারে কঠিন অবস্থানে যাবে। কাল সকালেই এ বিষয়ে কমিশনের কঠিন সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে আজ (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক্সপ্রেস ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। যা শেয়ারবাজারের ইতিহাসে বিরল ঘটনা।

জানা গেছে, ২০১৯ সালে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.৩১ টাকা। আর ২০১৯ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮.০৪ টাকায়।

এক্সপ্রেস ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেন শুরু হয়েছে গত ২৪ আগস্ট। এর আগে গত ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭১৯তম সভায় কোম্পানিটিকে আইপিওর মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন দেওয়া হয়। কোম্পানিটি ২৬ কোটি ৭ লাখ ৯০ হাজার টাকা উত্তোলনের জন্য শেয়ারবাজারে ২ কোটি ৬০ লাখ ৭৯ হাজার সাধারণ শেয়ার ছেড়েছে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছে এএএ ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, আইআইডিএফসি ক্যাপিটাল এবং বিএলআই ক্যাপিটাল লিমিটেড।

বিজনেস আওয়ার/১৪ সেপ্টেম্বর, ২০২০/এস

ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: