বিজনেস আওয়ার প্রতিবেদক : শেয়ারহোল্ডারদের সম্মতির মধ্যে দিয়ে ডিজিটাল প্লাটফর্মে বুধবার ২৪তম বার্ষিক সাধারন সভা (এজিএম) সম্পন্ন করেছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মার্কেন্টাইল ব্যাংক। এদিন কোম্পানিটি শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে ২০২২ (জানুয়ারী–ডিসেম্বর) সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ ক্যাশ ও ২ শতাংশ বোনাস ডিভিডেন্ট সহ মোট ৫টি এজেন্ডা অনুমোদন হয়।
অন্য এজেন্ডাগুলো হলো- ওই সমাপ্ত বছরের আর্থিক বিবরনী অনুমোদন, পরিচালক মনোনয়ন, নিরীক্ষক নিয়োগ ও সন্মানি, ব্যবসার উন্নয়নে আগাম অনুমতি। এছাড়া সভায় কোম্পানির বিশেষ এজেন্ডা অনুমোদন হয়েছে। সেটা হলো কোম্পানির নামে কিছুটা পরিবর্তন। অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড এর পরিবর্তে হবে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২০২২ সমাপ্ত বছরে শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা শূন্য ৩ পয়সা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৩ টাকা ৩০ পয়সা।
কোম্পানির চেয়ারম্যান মোরশেদ আলম এমপি সভার সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। জুমে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ এস এম ফিরোজ আলম, মো. আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আনোয়ারুল হক, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এম আমানউল্লাহ, অডিট কমিটির চেয়ারম্যান ড. গাজী মোহাম্মদ হাসান জামিল, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালক আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), আলহাজ্ব মোশাররফ হোসেন, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান, সিএফও তাপস চন্দ্র পাল, কোম্পানি সচিব আবু আসগার জি. হারুনী এবং শেয়ারহোল্ডাররা।
২০২২ সালের অর্জিত সাফল্যকে ব্যাংকের প্রতি শেয়ারহোল্ডার ও গ্রাহকদের আস্থা, বাংলাদেশ ব্যাংকসহ সকল রেগুলেটরি সংস্থার সহযোগিতা এবং পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উল্লেখ করে ব্যাংকের চেয়ারম্যান মোরশেদ আলম সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, সেবার মান ও পরিধি এবং মানব সম্পদের দক্ষতা উত্তরোত্তর বৃদ্ধির পাশাপাশি উন্নত প্রযুক্তির ব্যবহার ও সুষ্ঠু ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিত করার মাধ্যমে মার্কেন্টাইল ব্যাংক একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করে সাফল্যে বজায় রেখে সামনের দিকে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন।
স্বাগত বক্তব্যে শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে ২০২২ সালে ব্যাংকের সামগ্রিক কার্যক্রম এবং ২০২৩ সালে ব্যাংকের ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. কামরুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ব্যাংকিং নিশ্চিত করার জন্য প্রযুক্তিনির্ভর ব্যাংকিং পণ্য ও সেবা উদ্ভাবনে আরও জোর দেওয়া হবে, যাতে করে নিরবচ্ছিন্ন গ্রাহক সেবা নিশ্চিত করা যায়।
উল্লেখ্য ‘এ’ ক্যাটাগরির মার্কেন্টাইল ব্যাংক ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০০৪ সালে তালিকাভূক্তি হয়। বর্তমানে এর অনুমোদিত মূলধন ১ হাজার ২০০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ১ হাজার ৮৪ কোটি ৮৮ লাখ টাকা। কোম্পিানির শেয়ার সংখ্যা ১০৮ কোটি ৪৮ লাখ ৭৭ হাজার ৮৭৮টি। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের ৩৪ দশমিক ৩৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক পরিচালকদের ২৪ দশমিক ৬৭ শতাংশ, বিদেশি ৪ দশমিক শূন্য ২ শতাংশ ও সাধারন বিনিয়োগকারী ৩৬ দশমিক ৯৫ শতাংশ। বর্তমানে কোম্পানিটির শেয়ার প্রতি দর ১৩ টাকা। অবশ্য ২০২২ সমাপ্ত বছরের বোনাস ডিভিডেন্ড যোগ হলে কোম্পানির পরিশোধিত মূলধন ও শেয়ার সংখ্যা আরো বাড়বে।
বিজনেস আওয়ার/১৪ জুন, ২০২৩/এমএজেড