বিজনেস আওয়ার প্রতিবেদক : থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ সিকিউরিটিজ কমিশনের (আইওএসকো) বার্ষিক সভা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান, আইওএসকোর এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক কমিটির (এপিআরসি) ভাইস-চেয়ার এবং আইওএসকো বোর্ডের সদস্য অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইওএসকো বোর্ড সভায় অংশগ্রহন করেন।
সভায় অধ্যাপক শিবলী চলতি বছরের ২২ থেকে ২৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত এপিআরসি সভা এবং ১৩ জুন থাইল্যান্ডে অনুষ্ঠিত এপিআরসি সভা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি উপস্থাপন করে আইওএসকো বোর্ডের সদস্যদেরকে এ বিষয়ে অবহিত করেন।
বিজনেস আওয়ার/১৪ জুন, ২০২৩/এমএজেড
ফেসবুকের মাধ্যমে আপনার মতামত জানান: